ETV Bharat / state

Subhabrata Chakraborty death : শুভব্রতর মৃত্যু তদন্তে কাঁথিতে সিআইডি

author img

By

Published : Aug 3, 2021, 5:41 PM IST

সিআইডি-র প্রতিনিধি দল
সিআইডি-র প্রতিনিধি দল

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্যের তদন্তে আজ ফের কাঁথিতে এলেন সিআইডির প্রতিনিধিদল ৷ এর আগেও রাজ্যের গোয়েন্দা বিভাগের সদস্যরা এসে ঘুরে গিয়েছেন ঘটনাস্থল ৷

কাঁথি, 3 অগস্ট : রাজ্য গোয়েন্দা বিভাগ, সিআইডি-র (CID) 3 সদস্যের প্রতিনিধিদল এল কাঁথিতে ৷ আজ ফের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তে কাঁথি থানায় আসে তারা ৷

এর আগেও দফায় দফায় কাঁথি থানায় সিআইডির প্রতিনিধি দল এসেছিল । সাংসদ দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছিল । এমনকি শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত যেখানে থাকতেন, সেই জায়গাটি ঘুরে দেখে সিআইডির প্রতিনিধিদল । শুভেন্দু অধিকারীর তৎকালীন দেহরক্ষী ও গৃহরক্ষীদের কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তারপর আজ আবার কাঁথি থানায় এসে দুপুর 12টার পর থেকে প্রায় দু'ঘণ্টা সেখানে ছিলেন তারা । দুপুর 3টের পর ফের থানায় এসে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয় ৷ তবে এ নিয়ে সিআইডির প্রতিনিধি দল কিছু বলতে চায়নি ।

প্রসঙ্গত, শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই প্রায় 3 বছর আগের এই ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে ৷ 2018-র 13 অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে গুলিবিদ্ধ হন 42 বছরের শুভব্রত ৷ রাজ্য পুলিশের কর্মী ওই যুবক রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী ছিলেন ৷ ঘটনার পরদিন, অর্থাৎ 2018-র 14 অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর ৷

আরও পড়ুন : শুভেন্দু-রক্ষীর মৃত্যুর তদন্তে ফের কাঁথি থানায় সিআইডি, খুঁজছে একাধিক উত্তর

প্রশাসনের দাবি ছিল, আত্মঘাতী হয়েছেন শুভব্রত ৷ কিন্তু মৃতের স্ত্রীর দাবি ছিল, গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও তিনি স্বামীর সঙ্গে কথা বলেছিলেন ৷ তখন তাঁর কথায় আত্মহত্যার কোনও আভাস ছিল না ৷ তাছাড়া, রাজ্যের অন্যতম প্রভাবশালী ব্য়ক্তির দেহরক্ষী হওয়া সত্ত্বেও শুভব্রতর চিকিৎসা নিয়ে অযথা দেরি করা হয়েছে বলেও দাবি তাঁর পরিবারের ৷ এমনকি, মৃতের দাদার প্রাথমিক বয়ান বদলে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সুপর্ণার করা এফআইআরে (FIR) ৷

সুপর্ণার যুক্তি, প্রথম থেকে স্বামীর মৃত্য়ুর কারণ নিয়ে ধোঁয়াশা ছিল তাঁর মনে ৷ কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান ও তাঁর প্রশাসনিক ক্ষমতার কথা চিন্তা করে এ নিয়ে মুখ খোলেননি তিনি ৷ কিন্তু এখন পরিবর্তন হয়েছে ৷ তাই গত 7 জুলাই কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন সুপর্ণা ৷ তাতে শুভেন্দু-সহ চারজনের নাম রয়েছে ৷ শুভব্রতর মৃত্যুর ঘটনায় এই চারজনের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ৷ প্রকৃত সত্য প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি ৷ মৃত্যু রহস্যের তদন্তের কাজ শুরু করেছে সিআইডি ৷ দফায় দফায় প্রতিনিধি দল কাঁথি আসছে ৷ ঘুরে দেখছে ঘটনাস্থল ৷ তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.