ETV Bharat / state

Unique Protest: জেলাশাসকের অফিসের সামনে জাতীয় পতাকা নিয়ে গড়াগড়ি, অভিনব প্রতিবাদ দুই যুবকের

author img

By

Published : Apr 25, 2023, 11:02 PM IST

Etv Bharat
অভিনব প্রতিবাদ দুই যুবকের

কেড়ে নেওয়া হয়েছে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড ৷ নিজেদের ফুটবলের সঙ্গে তুলনা করে জাতীয় পতাকা নিয়ে গড়াগড়ি দিয়ে প্রতিবাদ জানালেন দুই যুবক জীবন শেখ ও কোহিনুর শেখ ৷

জাতীয় পতাকা নিয়ে গড়াগড়ি দিয়ে প্রতিবাদ দুই যুবকের

মেমারি, 25 এপ্রিল: দুই যুবক জাতীয় পতাকা নিয়ে গড়াগড়ি দিচ্ছেন জেলাশাসকের কার্যালয়ের সামনে । পিছনে জাতীয় পতাকা নিয়ে হেঁটে আসছেন আরও এক বৃদ্ধা । এই দৃশ্য দেখে অবাক বর্ধমান শহরবাসী । শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই অভিনব পন্থা নিয়েছেন দুই যুবক জীবন শেখ ও কোহিনুর শেখ ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ । পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের দেবিপুর পঞ্চায়েতের হেতমপুর গ্রামের ঘটনা ৷

জীবন শেখের পরিবারের অভিযোগ, বিজেপির বুথ এজেন্ট হওয়ার কারণে তাঁদের পরিবারে নেমে এসেছে দুর্দশা ৷ তাদের পরিবারের কাছ থেকে তৃণমূলের নেতারা কেড়ে নিয়েছেন রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, স্টোরে থাকা আলুর বস্তা । ফলে অসহায় অবস্থায় দিন কাটছে পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের দেবিপুর পঞ্চায়েতের হেতমপুর গ্রামের ওই পরিবারের । এমনকী ওই পরিবারের মেয়ের বিয়ের সম্বন্ধ করা হলেও ছেলের বাড়িতে হুমকি দিয়ে সেই বিয়ে ভেঙে দেওয়া হয়েছে । শুধু তাই নয়, পরিবারিক জমি বিক্রি কর‍তে গিয়ে দেখেন সেই জমির কোনও অস্তিত্ব নেই । বিষয়টি নিয়ে তারা বিএলআর ও থেকে প্রশাসনের বিভিন্ন মহলে আবেদন করেছেন সমাধানের জন্য । ফলে একপ্রকার নিদারুণ কষ্টে তাঁদের দিন কাটছে । বিষয়টি জানার পরেই জেলাশাসককে খতিয়ে দেখার আবেদন করেন মন্ত্রী স্বপন দেবনাথ ।

প্রতিবাদী জীবন শেখ বলেন, "রাস্তায় গড়িয়ে এলাম কারণ বাংলার দায়িত্ববানেরা বলছেন খেলা হচ্ছে তাহলে ফুটবল কে ? ভারতবাসী মানে আমরা । তাই ফুটবল হিসেবে গড়াগড়ি দিলাম । বোনের বিয়ে ঠিক করতে গিয়ে জমি বিক্রি করার সিদ্ধান্ত নিই । দেখি জমির কোনও অস্তিত্বই নেই । বিএলআরও কে জানালাম । সমাধান হয়নি । রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কেড়ে নিয়েছে । অভিযোগ করার জন্য আমাদের উপর অত্যাচার শুরু হয় । আমাদের অপরাধ বিজেপির কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম ।"

আরও পড়ুন: অভিনব প্রতিবাদ ! গভীরতা বোঝাতে রাস্তার গর্তের ভিতরে শুয়ে পড়লেন বিজেপি নেতা

ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী স্বপন দেবনাথ জানান , অভিযোগ তিনি শুনেছেন । তবে ডিএম বিষয়টি দেখছেন । পাশাপাশি এসডিওকে দায়িত্ব দিয়েছেন কী ঘটনা ঘটেছে দেখার জন্য । যদি কেউ জোর করে রেশন কার্ড কেড়ে নিয়ে থাকে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে । ডিএমকেও জানানো হয়েছে যাতে ওই পরিবার এবং মেমারি থানার পুলিশকে ডেকে আলোচনা করেন । প্রয়োজনে পুলিশ ব্যবস্থা নেবে । তৃণমূল কংগ্রেসের নামে অভিযোগ করলেই তো হবে না, কিন্তু যদি সত্যিই ঘটে তাহলে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.