ETV Bharat / state

Deaths Due to Corona: ডেঙ্গি-ম্যালেরিয়ার মাঝে আতঙ্ক এবার করোনা ! বর্ধমানে মৃত 2

author img

By

Published : Aug 1, 2023, 12:16 PM IST

Corona Death
প্রতীকী ছবি

Covid 19 Death in Bardhaman: বর্ষায় ম্যালেরিয়া, ডেঙ্গি ও কনজাংটিভাইটিসের বাড়বাড়ন্তে জেরবার রাজ্য। একের পর এক আক্রান্ত ও তাতে মৃত্যুর খবর সামনে আসছে। যা নিয়ে এমনিতেই ভয়ে বিভিন্ন এলাকার মানুষ । এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে জোড়া মৃত্যুর ঘটনায় বাড়ল চিন্তা । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনায় মৃত্যু হল 60 ও 61 বছরের দুই রোগীর ।

বর্ধমান, 1 অগস্ট: নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা নিয়ে কেউ অযথা আতঙ্কিত হবেন না । যাঁরা মারা গিয়েছেন তাঁরা অসুস্থ ছিলেন ৷ তবে তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে । বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে ও সোমবার সকালে দু'জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে একজন পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা, অন্যজন দেওয়ানদিঘি থানা এলাকার বাসিন্দা । তবে তাঁরা অন্য রোগে আক্রান্ত ছিলেন । পরে করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে ।

ইতিমধ্যেই জেলায় আরও কয়েকজন করোনার উপসর্গ নিয়ে ভরতি হয়েছেন । যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ভাতারের বাসিন্দা 60 বছরের এক রোগী রয়েছেন । যিনি কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন । তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে । রবিবার সন্ধে নাগাদ তিনি মারা যান । অন্যদিকে, সোমবার সকাল নাগাদ 61 বছরের এক বৃদ্ধ মারা যান । তাঁর বাড়ি দেওয়ানদিঘি থানা এলাকায় । দিন কয়েক আগে তিনি অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভরতি হন । তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে । ডেথ সার্টিফিকেটে কার্ডিয়ো রেসপিরেটরি ফেলিওর ছাড়াও কোভিডের উল্লেখ রয়েছে ।

আরও পড়ুন: ডেঙ্গি-কনজাংটিভাইটিস বুঝবেন কীভাবে? রোগ নিরাময়ে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসক

হাসপাতাল সূত্রে বলা হয়েছে, করোনা নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই । কেউ করোনায় আক্রান্ত হলে তাঁদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে বর্ধমান মেডিক্যালে । রাখা হয়েছে পর্যাপ্ত বেড ও অক্সিজেনের ব্যবস্থাও । এ দিকে, নতুন করে করোনা আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল ক্যাম্পাসে । হাসপাতালে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও হুগলি ছাড়াও ভিন রাজ্য থেকে চিকিৎসার জন্য মানুষের ভিড় উপচে পড়ে । সেখানে কারওকেই আর সে ভাবে মাস্ক ব্যবহার করতে দেখা যায় না । ফলে কারও কোনও উপসর্গ থাকলে তা ছড়িয়ে পড়বে । চিকিৎসকদের পক্ষ থেকে সচেতন করা হলেও কোনও সুরাহা হয়নি ।

প্রসঙ্গত, করোনার জেরে দীর্ঘদিন ত্রস্ত ছিল গোটা বিশ্ব । বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে । সেই প্রকোপ থেকে বাদ পড়েনি ভারতও । কিন্তু, ধীরে ধীরে সেই অতিমারি পর্ব কাটিয়ে উঠেছে মানুষ । ছন্দে ফিরেছে জীবন । সচল হয়েছে অফিস-কাছারি । এরই মধ্যে ফের করোনায় মৃত্যুতে নতুন করে আতঙ্ক দানা বাঁধল ।

আরও পড়ুন: লং কোভিডের বিষয়ে কলকাতা পৌরনিগমে চিকিৎসকদের প্রশিক্ষণ, উপকৃত হবেন নাগরিকরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.