ETV Bharat / state

Khokan Das: 'ভোটার তালিকায় নাম তোলার সময় দেখে নিন আমাদের দলের সঙ্গে যুক্ত কি না !' বিধায়কের বেফাঁস মন্তব্য

author img

By

Published : Nov 16, 2022, 7:59 PM IST

ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম তোলা নিয়ে বেফাঁস মন্তব্য় করে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস (Khokan Das) ৷ বুধবার পূর্ব বর্ধমানের বর্ধমান টাউন হলে (Bardhaman Town Hall) ঠিক কী বলেছেন তিনি ?

TMC MLA Khokan Das comment on Voter List sparks new Political Controversy
Khokan Das: 'ভোটার তালিকায় নাম তোলার সময় দেখে নিন আমাদের দলের সঙ্গে যুক্ত কিনা !' বেফাঁস মন্তব্য করে বিতর্কে বিধায়ক

বর্ধমান, 16 নভেম্বর: "ভোটার তালিকায় নাম তোলার সময় যাঁরা আমাদের দলের সঙ্গে যুক্ত, তাঁদের নাম তোলার চেষ্টা করবেন !" বুধবার পূর্ব বর্ধমানের বর্ধমান টাউন হলে (Bardhaman Town Hall) এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন স্থানীয় তৃণমূল নেতা তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস (Khokan Das) ৷ এদিন তৃণমূলের তরফে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বুথ ভিত্তিক একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷ তাতে যোগ দেন দলের নির্বাচনী এজেন্টরা ৷ সেই অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই বেফাঁস কথা বলে বসেন বিধায়ক ৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক (Political Controversy) ৷

বিধায়ক খোকন দাস এদিন বলেন, "অনেক নতুন ভোটার ৷ নতুন লোক তো আসছেই ৷ নতুন লোক মানে তো বুঝতে পারছেন ৷ সব বাংলাদেশের লোক আসছেন ৷ তাঁদের ভোট বেশি তোলা মানে তো আরও ক্ষতি ৷ তাঁরা তো সব ভোট বিজেপি-কেই দিয়ে দেন ৷ কারণ এটা আমরা দেখেছি ৷ তাই এটা অস্বীকার করার কিছু নেই ৷ তাই ভোটার লিস্টে নাম যে তুলবেন, দেখবেন নতুন লোক এলেও তাঁরা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবেন কি না ৷ যাঁরা সেটা করবেন, তাঁদেরই নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা করবেন ৷ কারণ, এখন সবাই আমাদের দলের সঙ্গে ভিড়ে গিয়েছেন ৷ দু'দিন পর আবার 2019, 2021 সালের মতো না-হয়ে যায় ! নিজেদের জায়গা নিজেদের ছেলেদের করতে হবে ৷ আর আমরাও দলকে বলছি, যাঁরা 2019, 2021 সালে বুক চিতিয়ে বিজেপি-এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাঁদেরই বিভিন্ন পদ দেওয়া হবে ৷ অন্য কোনও লোককে আমরা কোনও পদ দেব না ৷ যারা দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাঁদেরই জায়গা দেব ৷"

বিধায়কের মন্তব্য়ে বিতর্ক ৷

আরও পড়ুন: অখিল গিরিকে জেলে পাঠাবোই, হুঁশিয়ারি সুকান্তর

বিজেপি নেতা সৌম্যরাজ বন্দ্যোপাধ্য়ায় এই প্রসঙ্গে বলেন, "বিজেপি নয়, আদতে তৃণমূল কংগ্রেসই যে ধর্ম নিয়ে রাজনীতি করে, সেটাই প্রমাণ হচ্ছে ৷ বাংলাদেশ থেকে আসা মানুষের সম্পর্কে যদি বিধায়কের কাছে কোনও তথ্য থাকে, তাহলে রাজনীতি না করে সেটা কেন্দ্রকে জানানো উচিত ৷ সেই কারণেই তো সিএএ কার্যকর করার কথা বলা হয়েছে ৷ সেটার যে প্রয়োজন আছে, এখন তো বিধায়কের কথাতেই পরিষ্কার হয়ে গেল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.