ETV Bharat / state

পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 5 হাজার ছাড়াল

author img

By

Published : Oct 5, 2020, 10:59 PM IST

purba bardhaman news
purba bardhaman news

আজ নতুন করে 69 জন কোরোনায় আক্রান্ত হওয়ার পর পূর্ব বর্ধমান জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 5 হাজার 29 জন । জেলায় মোট মৃত্যু হয়েছে 73 জনের ।

বর্ধমান, 5 অক্টোবর : ফের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 69 জন । ফলে পূর্ব বর্ধমান জেলায় আক্রান্তের সংখ্যা 5 হাজার ছাড়াল । জেলা প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত জেলায় 73 জনের মৃত্যু হয়েছে ।

আজ নতুন করে 69 জন কোরোনায় আক্রান্ত হওয়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 5029 জন । জেলায় মোট মৃত্যু হয়েছে 73 জনের । তবে এখনও পর্যন্ত 482 জনের চিকিৎসা চলছে । 4474 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী জেলায় 92513 জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । নমুনা পরীক্ষা করা হয়েছে 91980 টি । আক্রান্তদের মধ্যে ফের 46 জন সুস্থ হওয়ার পরেও আক্রান্ত হয়েছিলেন । 88425 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । 673 জনের নমুনা বাতিল হয়েছে ।

এদিন নতুন করে 69 জন আক্রান্তদের মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 11 জন, কালনা পৌরসভা এলাকায় ছয় জন, কাটোয়া পৌরসভা এলাকায় এক জন, মেমারি পৌরসভা এলাকায় দুই জন, ভাতার ব্লকে এক জন, বর্ধমান এক নম্বর ব্লকে এক জন, বর্ধমান দুই নম্বর ব্লকে এক জন, গলসি এক নম্বর ব্লকে দুই জন, গলসি দুই নম্বর ব্লকে এক জন, জামালপুর ব্লকে দুই জন, কালনা এক নম্বর ব্লকে আট জন, কালনা দুই নম্বর ব্লকে চার জন, কাটোয়া দুই নম্বর ব্লকে দুই জন, খণ্ডঘোষ ব্লকে দুই জন, মেমারি এক নম্বর ব্লকে পাঁচ জন, মেমারি দুই নম্বর ব্লকে দুই জন, মঙ্গলকোট ব্লকে দুই জন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে আট জন ,পূর্বস্থলী দুই নম্বর ব্লকে দুই জন ও রায়না এক নম্বর ব্লকে ছয় জন আক্রান্ত হয়েছেন ।

আক্রান্তদের মধ্যে 5 জনের শরীরে কোরোনার উপসর্গ মিলেছে । 64 জন উপসর্গহীন । এদের মধ্যে 9 জন সংস্পর্শে এসেছিলেন । 2 জন ভিন জেলা থেকে ফিরে আক্রান্ত হয়েছেন । 58 জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.