ETV Bharat / state

লুঠপাটের পর ঘুগনি খেয়ে চম্পট, তদন্তে বেরোল গ্রামের 'ভালো' জামাই ডাকাতদলের সোর্স

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 12:09 PM IST

Robbery in Village: সবার সঙ্গে ভালো ব্যবহার করা গ্রামের ঘরজামাইটি নাকি ডাকাতদলের সোর্স ৷ পুলিশি তদন্তে বিষয়টি জানতে পেরে অবাক গ্রামবাসীরা ৷ কী করে ধরা পড়ল জামাই ?

ETV Bharat
গ্রামের জামাই ডাকাতদলের সদস্য

আউশগ্রাম, 14 জানুয়ারি: ঘরজামাই নাকি ডাকাত দলের সোর্স ৷ বিষয়টি সামনে আসতেই হতবাক গ্রামবাসীরা ৷ সকলের সঙ্গে যার সু-সম্পর্ক সেই জামাই কীভাবে ডাকাত দলের সোর্স হতে পারে, বিশ্বাস হচ্ছে না কারও ৷

ডাকাতির ঘটনা :

গত ডিসেম্বর মাসে আউশগ্রামের পলাশতলা এলাকায় একটা বাড়িতে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটে ৷ সেদিন দিন রাতে একটু তাড়াতাড়িই শুয়ে পড়েছিলেন বৃদ্ধ গৃহকর্তা অনিলকান্তি দত্ত । পাশের ঘরে ছিলেন তাঁর স্ত্রী, বড় ছেলে, তিন বৌমা ও দুই নাতনি । দিনকয়েক আগে তাঁর বড় ছেলে দক্ষিণ আফ্রিকা থেকে বাড়ি ফিরেছে । সেদিন রাত গভীর হতেই তাদের বাড়ির জানালায় কে বা কারা পরপর তিনবার ঢিল মারে । সেই আওয়াজ শুনে অনিলবাবুর বড়ছেলে অপূর্ব তাঁর বন্ধুকে ফোন করে জানায়, কেউ তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে ।

কিছুক্ষণের মধ্যেই গ্রিলের তালা ভেঙে তিনজন ঘরে ঢুকে পড়ে । তারা অনিল দত্তের হাত মুখ বেঁধে তাঁকে লেপ ঢাকা দিয়ে দেয় । ততক্ষণে আরও চারজন পাশের ঘরে থাকা তাঁর বড়ছেলের গলার কাছে হাঁসুয়া ধরে কেটে ফেলার ভয় দেখিয়ে তাঁকে চুপ করে থাকতে বলে । তাঁকেও চোখ হাত বেঁধে ঘরে আটকে রাখে । তবে মহিলাদের হাত-পা বাঁধেনি । এরপর প্রায় 15 জনের ডাকাত দল আলমারির লকার ভেঙে টাকা-পয়সা-সহ তিন ভরি সোনার গয়না, পাঁচ ভরি রূপোর গয়না, 300 ইউএস ডলার, তিন হাজার জাম্বিয়ান মুদ্রা, জুতো, কম্বল, শাড়ি ও শো-কেসের সমস্ত জিনিস লুঠপাট করে । যাওয়ার আগে তারা ফ্রিজে থাকা ঘুগনি বের করে বাড়ির পিছনে ফাঁকা জায়গাতে খাওয়াদাওয়া করে । এরপর সব নিয়ে চম্পট দেয় ৷ বিষয়টি নিয়ে আউশগ্রাম থানায় পরিবারটি অভিযোগ দায়ের করে ।

তদন্ত শুরু :

তদন্তে নেমে আউশগ্রাম থানার পুলিশ গত দু'দিন আগে চারজনকে গ্রেফতার করে । তাদের মধ্যে ধৃত প্রণব মালিক, বিজন বিশ্বাস ও অশ্রু বিশ্বাস কাঁকসার 11 মাইল এলাকার বাসিন্দা এবং পবিত্র মণ্ডলের বাড়ি বাঁকুড়ার সোনামুখী এলাকার নিত্যানন্দপুর গ্রামে । পবিত্রর বিয়ে হয়েছে আউশগ্রামের ছোড়া এলাকায় ৷ শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে থাকত সে ৷ সেই সুবাদে এলাকায় প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করে সবার বাড়ির হালহকিকত সংগ্রহ করে ডাকাতদলকে তথ্য পাচার করত । সবার সঙ্গে তার সম্পর্ক ভালো হওয়ায় সহজেই মিশে যেত এলাকাবাসীদের সঙ্গে ৷ ফলে জামাই হিসেবে তার একটা সুনাম ছিল এলাকায় ৷ কিন্তু এলাকায় পরিচিত মুখ হওয়ায় সে নিজে ডাকাতি করতে যেত না । কিন্তু এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হতবাক গ্রামবাসীরা ৷

তদন্তে নেমে জানা যায় এর মধ্যে ধৃত প্রণব, বিজন ও অশ্রু কেরলে রাজমিস্ত্রির কাজ করত । মাসচারেক আগে তারা বাড়ি ফেরে । উত্তর 24 পরগনায় একটা মেলা দেখতে গিয়ে বেশ কিছু দুষ্কৃতীর সঙ্গে প্রণব-বিজনদের পরিচয় হয় । এরপর তারা ডাকাতি করতে শুরু করে । আর তাদেরই সোর্স হিসেবে কাজ করা শুরু করে পবিত্র । এছাড়া ওই চক্রের সঙ্গে উত্তর 24 পরগনার একটা দুষ্কৃতী চক্র জড়িত আছে বলে পুলিশ জানিয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের একটা দল উত্তর 24 পরগনায় গিয়েছে । খুব তাড়াতাড়ি তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ ৷

আরও পড়ুন :

  1. শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে নাবালিকা শ্যালিকাকে নিয়ে চম্পট দিলেন জামাই !
  2. প্রেমের বিয়েতে আপত্তি ! মেয়ে-জামাই-সহ 2 বছরের নাতনিকে পিটিয়ে-গুলি করে খুন বাবার
  3. বিয়ের পরেও খুড়তুতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক, জামাই বাড়ি নিয়ে যেতে বলায় মেয়েকে পিটিয়ে খুন করে জ্বালিয়ে দিল বাবা !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.