ETV Bharat / state

রোগ মুক্তির প্রার্থনায় "মানত" থিম বড়শুল জাগরণী সংঘের

author img

By

Published : Oct 17, 2020, 7:49 PM IST

Updated : Jun 28, 2022, 1:06 PM IST

Barashul Jagarani Sangha make "Manat" theme
রোগ মুক্তির প্রার্থনায় "মানত" থিম বড়শুল জাগরণী সংঘের

বিশ্ব শান্তি , বিশ্ব মুক্তির জন্য প্রার্থনা চলছে বিভিন্নভাবে । সেই কথা মাথায় রেখে কোরোনা পরিস্থিতিতে "মানত" থিম বড়শুল জাগরণী সংঘের ।

বর্ধমান, 17 অক্টোবর : রোগ মুক্তির প্রার্থনায় এবার মানত করছে পূর্ব বর্ধমান জেলার বড়শুল জাগরণী সংঘ । 33 তম বর্ষে তাদের থিম মানত । পুজোর আনন্দ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এবছর এই থিমকে বেছে নিয়েছে । বিশ্বশান্তির জন্য এখানে চলবে প্রার্থনা ।

বিশ্ব শান্তি , বিশ্ব মুক্তির জন্য প্রার্থনা চলছে বিভিন্নভাবে । দুর্গাপুজোতেও তাই এবার কোন আড়ম্বর নয় । চলবে প্রার্থনা । প্রাচীন যুগ থেকে মানুষ বিভিন্ন আচার মেনে মানত করে আসছেন । গাছই ছিল প্রথম মানত করার অবলম্বন । সেই কথা মাথায় রেখে কোরোনা পরিস্থিতিতে "মানত" করছে বড়শুল জাগরণী সংঘ । মণ্ডপ জুড়ে রয়েছে রঙিন সুতোর কারুকার্য । রয়েছে গাছে গাছে অসংখ্য ঢিল বাঁধা । রংবেরঙের সুতোর কাজ দর্শকদের মন কাড়বে । এবার পুজোয় আনন্দ নয় দায়বদ্ধতাই আসল । সবাই যাতে রোগ মুক্ত হয়ে ওঠে, পৃথিবী যাতে আবার সুন্দর হয়ে ওঠে সেকথা মাথায় রেখেই থিমের ভাবনা ।

থিম শিল্পী পুলক ঘোষাল বলেন, "মুখ্যমন্ত্রী কোভিড নিয়ে যে গাইডলাইন জারি করেছেন তা নিয়ে রীতিমতো আমরা সতর্ক । দর্শনার্থীদের জন্য মাস্ক স্যানিটাইজার রাখা হয়েছে । এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই যাতে প্রতিমা দর্শন করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে । আমাদের একটাই মানত বিশ্বশান্তি ফিরে আসুক, মানুষ দ্রুত আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক ।"

Last Updated :Jun 28, 2022, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.