ETV Bharat / state

Raju Jha Murder Case: রাজু ঝা'র হত্যাকারীরা এসেছিল ঝাড়খণ্ড থেকেই, অনুমান পুলিশের

author img

By

Published : Apr 6, 2023, 11:56 AM IST

রাজু ঝা খুনের ঘটনার তদন্ত যত ততই এগচ্ছে সামনে আসছে একের পর এক তথ্য ৷ পুলিশ জানতে পেরেছে খুনের ঘটনায় আততায়ীরা নীল গাড়ি করে ঝাড়খণ্ড থেকে এসেছিল ৷ তবে তারা কী ঝাড়খণ্ডের বাসিন্দা ?

Raju Jha case
রাজু ঝা খুন

শক্তিগড়, 6 এপ্রিল: রাজু ঝা খুনের ঘটনায় আততায়ীরা ঝাড়খণ্ড থেকে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ । ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য জেলা পুলিশ সুপারের নেতৃত্বে 12 সদস্যের সিট গঠন করা হয়েছে । তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । তা থেকে তারা কিছুটা হলেও নিশ্চিত ঘটনার দিন ওই একই নম্বরের নীল গাড়ি 1 এপ্রিল ভোর নাগাদ ঝাড়খণ্ডে ছিল । এরপর ওই দিন দুপুর নাগাদ ঝাড়খণ্ড-বাংলা সীমানা ও সন্ধের দিকে দুর্গাপুরের বাঁশকোপা এলাকায় ছিল । পুলিশের অনুমান, হয়ত শার্প শ্যুটারদের আনতেই নীল গাড়িটি ঝাড়খণ্ডে গিয়েছিল বলে পুলিশের অনুমান।

ওই নীল গাড়িটা দিল্লির জনকপুরী এলাকা থেকে চুরি গিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ । চলতি বছরের জানুয়ারি মাসে ওই গাড়ি চুরির ঘটনায় পুলিশের কাছে ডায়েরিও করা হয়েছে । গাড়ির মালিকের বাড়ি গুরগাঁওতে । ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে ওই নীল গাড়ি থেকে চেসিজ ও ইঞ্জিন নাম্বার খতিয়ে দেখেন । ফরেনসিক বিশেষজ্ঞরা ওই নীল ও রাজু ঝার গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে ।

তবে ঘটনার পরে চারদিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এখনও । খুনের মোটিভ খুঁজতে গিয়ে পুলিশের অনুমান কয়লার সিন্ডিকেটের কারণে এই ঘটনা ঘটতে পারে । তবে পলিটিক্যাল কারণে খুনের ঘটনা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ । কারণ 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজু ঝা বিজেপিতে যোগ দেন । বিজেপিতে রাজুকে আনার পেছনে অর্জুন সিংয়ের হাত ছিল বলে দলীয় সূত্রে খবর । এরপরেই রাজু গ্রেফতার হন । তবে পুলিশ তদন্তের পাশাপাশি তাকিয়ে আছে ফরেনসিক রিপোর্টের দিকে । ফরেনসিক বিশেষজ্ঞরা দুটি গাড়িরই বিভিন্ন দিক থেকে ছবি তোলার সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহ করে ।

এছাড়া গাড়িতে থাকা ফিঙ্গার প্রিন্ট, ভাঙা কাঁচের টুকরো সবকিছুই সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা বলে জানা গিয়েছে । তবে পুলিশের কাছে একটা বিষয় কিছুটা হলেও পরিষ্কার রাজনীতিতে রাজুর সেভাবে সক্রিয়তা ছিল না ৷ ফলে তাঁকে ধাওয়া করে খুনের ঘটনা রাজনৈতিক কোনও কারণে হয়েছে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে । যেহেতু সুপারি কিলার দিয়ে খুনের ঘটনা এবং মোটা টাকার বিনিময়ে খুনিদের ভাড়া করা হয়েছিল, ফলে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও কারবারের জন্য খুনের ঘটনা ঘটা অসম্ভব নয় । তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে পুলিশের অনুমান ঝাড়খণ্ড থেকে খুনিদের আনা হয়েছিল । শিল্পাঞ্চলের সিন্ডিকেট রাজের কারণে শত্রুতার জেরেও খুনের ঘটনা ঘটতে পারে ।

আরও পড়ুন: রাজু ঝা না আব্দুল লতিফ, আততায়ীদের আসল টার্গেট কে ছিল ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.