ETV Bharat / state

রান্নার গ্যাসের গোডাউনে লুকানো অক্সিজেন সিলিন্ডার, ধৃত এক

author img

By

Published : May 16, 2021, 8:39 PM IST

Oxygen cylinder hidden in the lpg gas godown in east bardawan
রান্নার গ্যাসের গোডাউনে লুকানো অক্সিজেন সিলিন্ডার, আটক এক

মানুষের অসহয়তার সুযোগ নিয়ে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি রান্নার গ্যাসের এজেন্সির মালিকের ৷ জানতে পেরে গোডাউনে হানা দিয়ে 10টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল মেমারি থানার পুলিশ ৷

মেমারি (পূর্ব বর্ধমান), 16 মে : রান্নার গ্যাসের গোডাউনে লুকিয়ে রাখা হয়েছে অক্সিজেনের সিলিন্ডার ৷ তাও একটি বা দু’টি নয় একেবারে 10টি সিলিন্ডার ৷ পূর্ব বর্ধমানের মেমারির পাহাড়হাটির ঘটনায় অক্সিজেনের চোরাকারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর দত্ত নামে এক ব্যক্তিকে ৷

জানা গিয়েছে, দীপঙ্কর দত্তের গ্যাসের এজেন্সি রয়েছে ৷ করোনা দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ৷ অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে ৷ ফলে এই মুহূর্তে অক্সিজেনের চাহিদা হাসপাতালগুলিতে সবচেয়ে বেশি ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অসহয়তার সুযোগ নিয়ে অক্সিজেনের কালোবাজারি শুরু করেছিলেন দীপঙ্কর দত্ত ৷ অভিযোগ রান্নার গ্যাসের সিলিন্ডারের আড়ালে কয়েকদিন ধরেই চড়া দামে অক্সিজেনের সিলিন্ডার বিক্রি করছিলেন তিনি ৷

আরও পড়ুন : অভিযান হতেই বেআইনি মজুত 200টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে তুলে দিল কারখানা কর্তৃপক্ষ

স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে মেমারি থানায় খবর দেয় ৷ আজ পুলিশ দীপঙ্কর দত্তের গোডাউনে হানা দিয়ে 10টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে ৷ যার মধ্যে 3টি সিলিন্ডার বড় এবং বাকি 7টি ছোট এবং মাঝারি সাইজের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.