ETV Bharat / state

বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য আসা মহিলা কোরোনায় আক্রান্ত

author img

By

Published : May 26, 2020, 3:23 PM IST

পশ্চিম বর্ধমানের বারাবনির বাসিন্দা ওই মহিলা । স্ত্রীরোগ সমস্যা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হন । তাঁর কোরোনার কোনও উপসর্গ ছিল না ।

burdwan
burdwan

বর্ধমান, 26 মে : চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হওয়া এক মহিলা কোরোনায় আক্রান্ত । সেখানে তাঁর সোয়াব নমুনা পরীক্ষা করা হয় । গতকাল রিপোর্টে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । তাঁর কোনও উপসর্গ ছিল না বলে হাসপাতাল সূত্রে খবর । রিপোর্ট আসার পর তাঁকে দুর্গাপুরে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে তাঁর চিকিৎসা চলছে । তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিনে রাখা হচ্ছে ।

এদিন কোরোনা আক্রান্ত হন আরও এক ব্যক্তি । অর্থাৎ স্বাস্থ্য বিভাগের খবর অনুযায়ী, গতকাল বর্ধমান জেলায় মোট দুইজন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

পশ্চিম বর্ধমানের বারাবনির বাসিন্দা ওই মহিলা । স্ত্রীরোগ সমস্যা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয়েছিলেন । তাঁর কোরোনার কোনও উপসর্গ ছিল না । সোয়াব নমুনার পরীক্ষার জন্য পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ । তাতে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত ।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, “সোমবার মোট দুইজন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে কোয়ারানটিনে পাঠানো হচ্ছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.