ETV Bharat / state

katwa GRP Police injured : দুর্ঘটনার কবলে কাটোয়া জিআরপির ওসি, গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হল কলকাতায়

author img

By

Published : Dec 1, 2021, 11:42 AM IST

তদন্ত করতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন কাটোয়া জিআরপির অফিসার ইন চার্জ (Officer in charge of katwa GRP injured in a scooty accident ) ৷ মাথার গুরুতর চোটের কারণে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ ভরতি করা হয় তাঁকে ৷ কিন্তু পরে অবস্থার ক্রমশ অবনতি হলে তাঁকে গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া হয় (katwa GRP Police injured) ৷

katwa GRP Police injured
দুর্ঘটনার কবলে জি আর পির ওসি

বর্ধমান, 1 ডিসেম্বর : তদন্ত করতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়লেন কাটোয়া জিআরপির অফিসার ইনচার্জ (Officer in charge of katwa GRP injured in a scooty accident ) । প্রথমে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে তাঁর অবস্থার অবনতি হলে গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপির ওসি রিয়াজ শামিম স্কুটি চালিয়ে একটা ঘটনার তদন্ত করতে মঙ্গলকোটের ভালসোনা গ্রামে যাচ্ছিলেন । তাঁর স্কুটির পিছনে বসেছিলেন তার এক সহকর্মী । বনকাপাসি এলাকায় তাঁর স্কুটি নিয়ন্ত্রণ হারায় । ফলে তা সামনে থাকা বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে (scooty accident) । শামিম রাস্তায় পড়ে যান এবং তাঁর মাথায় চোট লাগে ((katwa GRP Police injured)।

আরও পড়ুন : Road Accident in Malda : লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত 2 বাইক আরোহী

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হলে শেষমেষ গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.