ETV Bharat / state

Mamata Accuses Modi Govt: কথার কারসাজিতে আয়কর ছাড় নিয়ে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে কেন্দ্র, অভিযোগ মমতার

author img

By

Published : Feb 2, 2023, 3:18 PM IST

Updated : Feb 2, 2023, 4:22 PM IST

আয়কর ছাড়ের (Income Tax Exemption) উর্ধ্বসীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করার কথা বুধবার বাজেটে (Union Budget 2023) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কিন্তু সেই ঘোষণাকে কথার কারসাজিতে মিথ্যে বলে বৃহস্পতিবার দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Mamata on Income Tax
Mamata on Income Tax

বর্ধমান (পূর্ব বর্ধমান), 2 ফেব্রুয়ারি: প্রায় দেড় ঘণ্টার বাজেট ভাষণের একেবারে শেষ পর্যায়ে এসে আয়কর (Income Tax) ছাড়ের উর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ তার পর থেকে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দেশজুড়ে ৷ আয়কর ছাড়ের উর্ধ্বসীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা নিয়ে বিশেষজ্ঞদের অনেকেই মোদি সরকারের (Modi Government) প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ৷ কেউ কেউ আবার সমালোচনা করেছেন ৷ সেই সমালোচকদের তালিকায় নাম রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷ তাঁর দাবি, এই ছাড়ের কথা বলে আসলে কেন্দ্রীয় সরকার চালাকি করেছে ৷

বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে সরকারি কর্মসূচি প্রদানের অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে আয়কর ছাড় নিয়ে তোপ দাগেন কেন্দ্রের মোদি সরকারের বিররুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘আয়কর 5 লক্ষ থেকে 7 লক্ষ টাকা হল ৷ শুনে রাখুন কী করেছে চালাকি ৷ মাছের তেলে মাছ ভেজেছে ৷’’ আয়কর ছাড় নিয়ে নির্মলা সীতারমনের ঘোষণাকে তিনি কথার কারসাজি বলেও দাবি করেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘লোভ দেখিয়েছে ৷ আসলে কিছু নয় ৷ মিথ্যে স্বপ্ন দেখিয়েছে ৷ আপনার রোজগার আরও ঝরঝরে করে দিয়েছে ৷’’

2020-21 আর্থিক বছরে আয়কর কাঠামোয় সংস্কার করে কেন্দ্রীয় সরকার ৷ পুরনো কর কাঠামো রেখে দিয়েই নতুন কর কাঠামো চালু করা হয় ৷ পুরো ব্যবস্থাই ঐচ্ছিক করে রাখা হয়েছে ৷ অর্থাৎ কেউ চাইলে এই কর কাঠামো ব্যবহার করতেও পারেন, আবার না পারেন ৷ সেই নিয়ে এদিন অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের বলবৎ করা নতুন কর কাঠামোয় অনেক ছাড় তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন: শেয়ার বাজারে ধসের জেরে কেন্দ্রের সরকার পতনের মুখে পড়েছিল, দাবি মমতার

একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ‘‘এই সরকার (মোদি সরকার) বেশি দিন থাকলে সব ব্যাংক বন্ধ করে দেবে ৷ এলআইসি উঠিয়ে দেবে ৷ শেয়ার বিক্রি করে দিচ্ছে ৷’’ তাঁর দাবি মোদি সরকার শুধু বিজেপি (BJP) ও বিজেপির নেতাদের লাভের কথাই ভাবছে ৷ আর সেই অভিযোগ তুলে তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে সাবধানবাণীও শুনিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘ব্যাংকের টাকা ফেরত পাওয়ার কোনও নিশ্চিয়তা নেই ৷’’

এছাড়া আরও একাধিক ইস্যুতে তিনি তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ বিভিন্ন প্রকল্পের হাল হকিকৎ দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর নিয়ে আবারও সরব হয়েছেন ৷ একশো দিনের কাজে রাজ্যের বকেয়া দাবি করেছেন তিনি ৷ একশো দিনের কাজের টাকা দেওয়ার পরই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে বলেছেন কেন্দ্রকে ৷ না হলে তিনি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ৷

একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে গালিগালাজ করছে ৷’’ তবে তাতে তিনি ভ্রূক্ষেপ করেন না বলেও দাবি করেছেন ৷ বরং তাঁর পালটা দাবি, ‘‘এসব করে আমার মুখ বন্ধ করা যাবে না ৷’’ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে জনতার উদ্দেশ্যে স্লোগানও দিয়েছেন তিনি ৷ বলেছেন, ‘‘এক দুই তিন চার, বিজেপির হবে হার ৷’’ অন্যদিকে তাঁর দাবি, ‘‘আমি বাজে কথা কম বলি ৷ যদি কোনওদিন উল্টোপালটা বলে ফেলি, সংশোধন করে ফেলি ৷ আমার মা-বাবা আমাকে মিথ্যা বলতে শেখায়নি ৷ বরং আমি একটু অপ্রিয় সত্য কথা বলে ফেলি ৷’’

আরও পড়ুন: আইন মেনেই চাকরি হবে বাংলায়, বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated : Feb 2, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.