ETV Bharat / state

বালিঘাট নিয়ে ঝামেলার জেরে উত্তপ্ত গলসির শিকারপুর এলাকা

author img

By

Published : Nov 18, 2020, 8:19 AM IST

bombing allegations in Galsi
বেআইনী বালি তোলা, বোমাবাজির অভিযোগ গলসিতে

গ্রামবাসীদের অভিযোগ, শিকারপুর এলাকায় মাঝের মানা অঞ্চলে বালিঘাট মালিকরা নিয়ম না মেনে বালি কেটে চলেছে । এতে তাঁদের চাষের ক্ষতি হচ্ছে । ফলে তাঁরা ঘাট মালিকদের কাছে প্রতি মাসে ক্ষতিপূরণ বাবদ মোটা টাকা দাবি করে আসছে । কিন্তু তা না মেলায় ঘাট মালিকদের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বলে স্থানীয় সূত্রে খবর ।

গলসি, 18 নভেম্বর : বালি তোলাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দাদের সঙ্গে ঘাট মালিকদের গন্ডগোলের জেরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার গলসির শিকারপুর এলাকা । চলে বোমাবাজি ।

গ্রামবাসীদের অভিযোগ, শিকারপুর এলাকায় মাঝের মানা অঞ্চলে বালিঘাট মালিকরা নিয়ম না মেনে বালি কেটে চলেছে । এতে তাঁদের চাষের ক্ষতি হচ্ছে । ফলে তাঁরা ঘাট মালিকদের কাছে প্রতি মাসে ক্ষতিপূরণ বাবদ মোটা টাকা দাবি করে আসছে । কিন্তু তা না মেলায় ঘাট মালিকদের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বলে স্থানীয় সূত্রে খবর । গতকাল দু'পক্ষের মধ্যে মীমাংসার জন্য আলোচনার কথা ছিল । অভিযোগ, দু'পক্ষের মধ্যে আলোচনা চলাকালীন বোমাবাজি শুরু হয় । ঘাট মালিকদের অভিযোগ, গ্রামের বাসিন্দারাই প্রথম বোমাবাজি শুরু করেন । এদিকে বাসিন্দাদের পালটা দাবি, আলোচনা চলাকালীন ঘাট মালিকরাই তাঁদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে । এর ফলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন । তাঁদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এদিকে বালি ঘাটে কয়েকটি যন্ত্রাংশ ভাঙচুর করা হয় বলে অভিযোগ । এছাড়া ঘাট মালিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । তবে গন্ডগোলের কথা স্বীকার করলেও বোমাবাজির কথা অস্বীকার করেছে পুলিশ ।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেস ও BJP-র কর্মীদের নাম জড়িয়েছে । সংঘর্ষে তৃণমূল কংগ্রেস ও BJP দুই দলের বেশ কিছু কর্মীই আহত হয়েছে । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটা গ্রামবাসীদের সঙ্গে বালিঘাট মালিকদের মধ্যে ঝামেলা । এখানে রাজনীতির কোনও বিষয় নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.