ETV Bharat / state

Husband cuts Wife Wrist Update : পালিয়েও শেষরক্ষা হল না ! স্ত্রী'র কবজি কাটার ঘটনায় গ্রেফতার স্বামী

author img

By

Published : Jun 7, 2022, 11:04 PM IST

নার্সের কবজি কাটার ঘটনায় কেতুগ্রাম থানার পুলিশ নার্সের শ্বশুর ও শাশুড়িকে মঙ্গলবার বিকেলেই গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত নার্সের স্বামী শের মহম্মদ ছিল পলাতক। শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অভিযুক্ত স্বামীর সন্ধান পায় ৷ এদিন সন্ধ্যায় স্বামী শের মহম্মদ ধরা পড়ে পুলিশের হাতে (Husband cuts Wife Wrist Update) ৷

Husband cuts Wife hand
স্ত্রীর কবজি কাটার ঘটনায় গ্রেফতার স্বামী

কেতুগ্রাম, 7 জুন : স্ত্রী'র হাতের কবজি কেটে নেওয়ার পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রেণুর স্বামী শের মহম্মদ। মঙ্গলবার বিকেলে রেণুর শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শের মহম্মদ পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সে পুলিশের হাতে ধরা পড়ে (Husband cuts Wife Wrist Update)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রেণু খাতুন যখন ঘুমাচ্ছিলেন সেই সময় তাঁর স্বামী দু'জন বন্ধুকে নিয়ে এসে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে। এরপর হাতুড়ি দিয়ে তাঁর ডান হাত থেঁতলে, টিন কাটার কাঁচি দিয়ে ওই হাতের কব্জি কাটা হয় বলে অভিযোগ । এরপর রক্তাক্ত অবস্থায় রেণুকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

ঘটনার পর থেকেই শের মহম্মদ পলাতক ছিল । অন্যদিকে, রেণুর শ্বশুর ও শাশুড়ি পাশের ঘরে থাকলেও তারা কিছু জানত না বলে জানিয়েছে। এমনকী তার ছেলে কোথায় পালিয়ে গিয়েছে সে কথাও তারা পুলিশকে বলতে চায়নি। তাদের এদিন কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ৷ রেণুর শ্বশুর ও শাশুড়িকে জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ শের মহম্মদের হদিশ পায়।

আরও পড়ুন : নার্সের কব্জি কাটার ঘটনায় গ্রেফতার শ্বশুর ও শাশুড়ি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.