ETV Bharat / state

'কালো সুন্দর, কালোকে স্বাগত', বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে ঘুরপথে কটাক্ষ রাজ্যপালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 8:22 AM IST

Updated : Dec 17, 2023, 9:12 AM IST

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

Governor of WB on Kolkata Marathon 2023: আজ ভোরে কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে অন্যরা ৷

কলকাতা ম্যারাথনের সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 17 ডিসেম্বর: "সাদা থাকলে, কালো থাকবে ৷ কালো সুন্দর, কালোকে স্বাগত জানাই।" এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাঁকে কালো পতাকা দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ এই প্রসঙ্গে রবিবার কলকাতা ম্যারাথনের অনুষ্ঠানে এসে ঘুরপথে কটাক্ষ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ তাঁর মন্তব্যকে কটাক্ষ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷

ম্যারাথন প্রসঙ্গে এদিন তিনি বলেন, "শীতের সকালে কলকাতা ছুটছে, বাংলা ছুটছে, দেশ ছুটছে, বিশ্ব ছুটছে ৷ আমরা সবাই শান্তি এবং প্রগতির দিকে ছুটে চলেছি । রাজনীতিতে খেলা ঢুকলে সেটা শুভ লক্ষণ । আর খেলায় রাজনীতি ঢুকলে সেটা গোলমালের লক্ষণ । আমাদের সব ক্ষেত্রে খেলোয়াড়ি মানসিকতা চাই ।”

15 ডিসেম্বর তিনি জেলা সফরে গিয়েছিলেন ৷ সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে ৷ রাজ্যের সাংবিধানিক প্রধানকে কালো পতাকা দেখানো নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ৷ সাম্প্রতিক সময়ে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নিয়ে বারবার রাজনীতি সরগরম হয়েছে । বর্তমান সময়ে যে পরিস্থিতি ঠান্ডা হয়েছে তা বলা যাবে না ৷ রাজ্যপালকে কালো পতাকা প্রদর্শন তার ইঙ্গিত ৷

কলকাতা ম্যারাথনের অনুষ্ঠানে এসে সিভি আনন্দ বোস বলেন, "সাদা থাকলে কালোও থাকবে ৷ কালো সুন্দর ৷ কালোকে সবমসয় স্বাগত ৷" রাজ্যের মন্ত্রী সুজিত বসু ম্যারাথন ঘিরে গড়ে ওঠা নতুন সংস্কৃতিকে স্বাগত জানান ৷ মেয়র পারিষদ দেবাশিস কুমারও শীতের সকালে প্রায় 20 হাজার মানুষের রাস্তায় নেমে এই শরীরচর্চাকে স্বাগত জানিয়েছেন ৷ ম্যারাথনের বাণিজ্যিক দূত কলিন জ্যাকসনও এই উন্মাদনা দেখে আপ্লুত ।

আরও পড়ুন:

  1. বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় রাজ্যপালকে কালো পতাকা তৃণমূল ছাত্র পরিষদের
  2. রাজভবনের উত্তর গেটের নাম হচ্ছে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক', শান্তিনিকেতনে জানালেন রাজ্যপাল
  3. বাংলার বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র করে এডুকেশন হাব তৈরির সম্ভাবনা আছে, জানালেন রাজ্যপাল আনন্দ বোস
Last Updated :Dec 17, 2023, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.