ETV Bharat / state

পানাগড় সেনা ছাউনিতে দলছুট হাতি

author img

By

Published : Apr 18, 2020, 3:20 PM IST

ছবি
ছবি

আজ ভোররাতে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে পড়ল দলছুট হাতি ৷ বনদপ্তরের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও হাতিটির গতিবিধির উপর নজর রাখা হয়েছে ।

দুর্গাপুর, 18 এপ্রিল: পানাগড় সেনা ছাউনিতে ঢুকে পড়ল দলছুট একটি হাতি । আজ ভোর রাতে বাঁকুড়ার জঙ্গল থেকে হাতিটি দামোদর পেরিয়ে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে পড়ে । এই মুহূর্তে হাতিটি সেনা ছাউনি লাগোয়া এলাকাতেই রয়েছে । তার উপর নজর রাখছে বনদপ্তরের কর্মী ও সেনা বাহিনীর কর্মীরা ।

প্রায় প্রত্যেক বছর এই সময়ে দেখা যায় বুদবুদ, কাঁকসা এই এলাকায় দলমার জঙ্গলের দলছুট হাতি ঢুকে পড়ে । বিষ্ণুপুরের জঙ্গল থেকে এই দলছুট হাতিরা খাবারের সন্ধানে মাঝেমধ্যে এই দিকে চলে আসে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় ।

আজ ভোররাতে দামোদর নদী পেরিয়ে পানাগড় সেনাছাউনিতে ঢুকে পড়ে একটি হাতি । বনদপ্তর সূত্রে খবর, হাতিটি খুব বেশি ক্ষয়ক্ষতি করেনি । ধান চাষ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে । বনদপ্তরের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও হাতিটির গতিবিধির উপর নজর রাখা হয়েছে ।

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, সন্ধের দিকে হাতিটিকে বিষ্ণুপুরের জঙ্গলে কীভাবে পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.