ETV Bharat / state

স্টেশন-প্ল্যাটফর্মে পুরনো জলের ট্যাংক ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের, তালিকায় হাওড়া-মালদা-আসানসোল রেল ডিভিশন

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 9:40 AM IST

ETV Bharat
পূর্ব বর্ধমান স্টেশনে জলের ট্যাংক ভেঙে বিপত্তি

Eastern Railway to dismantle old tanks: গত 14 ডিসেম্বর বর্ধমান স্টেশনে জলের ট্যাংক ভেঙে 4 জনের মৃত্যু হয় ৷ এরপর স্টেশন চত্বর, প্ল্যাটফর্মে থাকা জলের ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷

স্টেশন চত্বর বা প্ল্যাটফর্মে থাকা পুরনো জলের ট্যাংক ভেঙে ফেলার কথা জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

বর্ধমান, 19 ডিসেম্বর: প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে থাকা অতি পুরনো লোহার জলের ট্যাংক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ৷ সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে ৷ এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "পূর্ব রেলের বিভিন্ন প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে বেশ কিছু জলাধার আছে ৷ এর মধ্যে অনেকগুলি বেশ পুরনো ৷ কিছু আবার ব্রিটিশ আমলে তৈরি । সেগুলিকে ভেঙে ফেলা হবে ৷" রেলসূত্রের খবর, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷ গত বৃহস্পতিবার, 14 ডিসেম্বর বর্ধমান স্টেশনে আচমকা জলের ট্যাংক ভেঙে 4 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন 30 জনেরও বেশি ৷ এরপরই এমন পদক্ষেপ করল পূর্ব রেলওয়ে ৷

তিনি আরও জানান, কিছু জলের ট্যাংককে বিপজ্জনক মনে হয়েছে ৷ সেগুলি চিহ্নিত করার কাজও শেষ ৷ সেইসব জলের ট্যাংকগুলিও ভেঙে দেওয়া হবে ৷ যতদিন না জলাধারগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, ততদিন সেই সব জলাধারে কম পরিমাণ জল সরবরাহ করা হবে ৷ যাতে জলের ট্যাংকে চাপ কম পড়ে ৷ যাত্রীদের বিপদ ঘটবে না ৷ এছাড়া কোনও ইঞ্জিনিয়ারের যদি কোন জলাধারকে সংস্কার করার প্রয়োজন আছে বলে মনে হয়, সেগুলির কাজ শুরু করে দেওয়া হয়েছে ৷ ভাঙা হবে হাওড়া, মালদা, আসানসোল রেল ডিভিশনের 60 টি জলের ট্যাংক ৷

প্রথম ধাপে পূর্ব রেলের বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পুরনো জলাধারগুলিকে ভেঙে ফেলা হচ্ছে ৷ এই সময় যাতে যাত্রীদের পানীয় জলের সমস্যায় পড়তে না হয়, তাই স্টেশনগুলির বাইরে নতুন করে জলাধার নির্মাণ করা হবে ৷ ধাপে ধাপে স্টেশন চত্বরে থাকা জলাধারগুলিকে চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হবে ৷ তবে 60 বছরেরও বেশি পুরনো জলাধারগুলি ভেঙে নতুন জলাধার নির্মাণ করা হবে ৷ কিন্তু সিমেন্ট বা কংক্রিটের তৈরি জলাধারগুলির প্রয়োজন অনুযায়ী সংস্কার করা হবে ৷

পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে 12টি পুরনো জলের ট্যাংক রয়েছে। এর মধ্যে হাওড়া রেল ডিভিশনে 3টি, আসানসোল ডিভিশনে 8টি ও মালদা ডিভিশনে একটি জলের ট্যাংক আছে ৷ এর মধ্যে 12টি জলের ট্যাংক প্রাথমিকভাবে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ এছাড়া 48টি স্টেশন চত্বরে পুরনো জলের ট্যাংক চিহ্নিত করেছে পূর্ব রেলওয়ে ৷ এর মধ্যে শিয়ালদা ডিভিশনে 7টি, আসানসোল ডিভিশনে 23টি, হাওড়া ডিভিশনে 14টি ও মালদা ডিভিশনে 4টি অতি পুরনো জলের ট্যাংক রয়েছে ৷ এক বছরের মধ্যে এইসব জলের ট্যাংক ভেঙে ফেলা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে মৃত 3, আহত 34
  2. বর্ধমান স্টেশনে গেলে আদৌ বাড়ি ফিরব তো, প্রশ্ন নিত্যযাত্রীদের
  3. হাওড়া-বর্ধমান লোকালে চলল গুলি, আত্মঘাতী কনস্টেবল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.