ETV Bharat / state

পূর্ব বর্ধমান থেকে 10 হাজার লোক জোগাড় করতেই হিমশিম খেল বিজেপি, অভিযোগ বিক্ষুব্ধদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 5:09 PM IST

Purba Bardhaman BJP: কলকাতায় বুধবার সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পূর্ব বর্ধমানের বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, অনেক চেষ্টা করেও ওই জেলার বিজেপি নেতৃত্ব 10 হাজার লোক সভায় পাঠাতে পারেনি ৷

Purba Bardhaman BJP
Purba Bardhaman BJP

বর্ধমান, 29 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কলকাতায় জনসভার ডাক দিয়েছিল বিজেপি । মূলবক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিভিন্ন জেলা থেকে গেরুয়া শিবিরের কর্মীরা হাজির হয়েছিলেন কলকাতায় ৷ তবে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের মতে, পূর্ব বর্ধমান জেলা থেকে হাজার দশেক লোক জড়ো করে কলকাতায় নিয়ে যেতে কালঘাম ছুটে গিয়েছে বিজেপির নেতাদের । যদিও গত কয়েকদিন ধরে প্রচার চলেছিল জোরকদমে ৷ তার পরও কেন এই অবস্থা, উঠছে সেই প্রশ্ন ৷

বিজেপি সূত্রে খবর, জেলা থেকে সাত থেকে আট হাজার কর্মী কলকাতায় যাওয়া হয় । তবে কোথাও কোনও বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠেনি । যদিও বিজেপির দাবি, যাঁরা ট্রেনে করে কলকাতায় গিয়েছেন, তাঁদের কেউ বাধা দিতে পারেনি । তবে যে সব কর্মীরা বাসে করে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন, তাঁরা তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েন । তবে তাঁদের আটকানো যায়নি । তাঁরা কলকাতার সভায় গিয়ে যোগদান করেন ৷

পূর্ব বর্ধমানে বিজেপির জেলা সম্পাদক মনোজ মাহাতো বলেন, ‘‘ট্রেনে যেতে গিয়ে কেউ বাধা পাননি । যাঁরা বাসে যাচ্ছিলেন, তাঁদের আটকানোর চেষ্টা করা হয়েছে । কিন্তু কর্মীরা সেই বাধা অতিক্রম করেই কলকাতা গিয়েছেন । সকাল থেকেই কর্মীরা যেতে শুরু করেন । বর্ধমান জেলা থেকে সাত আট হাজার কর্মী কলকাতা গিয়েছেন ।’’

উল্লেখ্য, এ দিন কলকাতার জনসভা থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রামণ করেন ৷ 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বলেও দাবি করেন ৷ 2024 সালের লোকসভা ভোটে বিজেপিকে বেশি আসনে জিতিয়ে নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করারও ডাক দেন তিনি ৷ কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে সভায় লোক নিয়ে যেতেই হিমশিম খেলেন নেতারা, সেখানে বিজেপির শীর্ষনেতার এই বার্তার পরও কি কোনও কাজ হবে ?

আরও পড়ুন:

  1. চব্বিশে এত আসনে জেতান যাতে মোদি বলতে পারেন বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি, ভোটারদের বার্তা অমিত শাহের
  2. 'রিগিং করে ভোটে জিতেছেন', কেন্দ্রীয় প্রকল্পের হিসাব দিয়ে মমতাকে আক্রমণ অমিতের
  3. শাহের সভায় আমন্ত্রণ পাননি ! বঙ্গ বিজেপির বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ অনুপমের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.