ETV Bharat / state

পূর্বস্থলীতে BJP-র মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Oct 21, 2020, 10:36 PM IST

clash between TMC and BJP
clash between TMC and BJP

আজ বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার মাঠ এলাকায় BJP-র মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ।

পূর্বস্থলী, 21 অক্টোবর : কৃষি আইনের সমর্থনে BJP-র মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । আহত হয়েছেন 10 BJP কর্মী । অভিযোগ, আজ বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার মাঠ এলাকায় BJP-র মিছিলে হামলা চালান তৃণমূলের কর্মীরা । আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আজ বিকেলে কৃষি আইনের সমর্থনে পূর্বস্থলী থানার মাঠ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিল শুরুর আগে জমায়েত করছিলেন BJP কর্মীরা । মিছিল শুরুর সময় তাঁদের উপর লাঠি, বাঁশ নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ । BJP কর্মীদের মাটিতে ফেলে পেটানো হয় বলেও অভিযোগ । কয়েকজন BJP কর্মী আহত হয়েছেন ।

রাজ্য BJP-র তপসিল মোর্চার সদস্য বিপুল দাস বলেন, "আমরা কৃষি বিলের সমর্থনে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম । সেই সময় তৃণমূলের কয়েকজন গুন্ডা আমাদের উপর লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয় । আমাদের মাটিতে ফেলে পেটাতে থাকে । মুখ ফাটিয়ে দেয় ।"

এদিকে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, "এটা BJP-র নিজেদের মধ্যে ঝামেলা । পুরোনো BJP কর্মীদের সঙ্গে নতুন BJP কর্মীদের ঝামেলা । এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.