ETV Bharat / state

ধর্মের নামে ভোট নয়, বর্ধমানে আর্জি দেবের

author img

By

Published : Apr 11, 2021, 12:33 PM IST

মানুষের পাশে যাঁরা সবসময় রয়েছেন, তাঁদেরই ভোট দেওয়া উচিৎ বলে মনে করেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ৷ গতকাল বর্ধমানে নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, ‘‘এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে ৷ তাই জনগণের প্রতি তাঁর বার্তা, ধর্মের ফাঁদে পা দেবেন না ৷’’

দেব
দেব

বর্ধমান, 11 এপ্রিল : এবারের ভোট ধর্মের রাজনীতির জন্য নয়। তাই ধর্মের ফাঁদে পা দেবেন না । যে সরকার মানুষের পাশে আছে তাদেরই ভোট দেওয়া উচিত । তাই কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনারাই নেবেন । গতকাল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে জনসভা করতে এসে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ।

বর্ধমানের নীলপুরের একটি মাঠে জনসভার আয়োজন করা হয় ৷ সেখানে বক্তৃতা দেওয়ার সময় দেব বলেন, "আমি আমার দলের হয়ে কথা বলব ৷ আর সেই কথা শুনে যদি মনে হয় আমাদের দল মানুষের জন্য কাজ করতে পেরেছে তবেই আমাদের দলকে ভোট দেবেন ৷ বাকি সিদ্ধান্ত আপনার । আমি কাউকে জোর করব না । আজকের রাজনীতি ধর্ম নিয়ে শুরু হয়েছে । আজ রাজনীতির স্বার্থে হিন্দুরা বলছেন তাঁরা সুরক্ষিত নন ৷ অন্যদিকে, মুসলিমরা বলছেন তাঁরাও সুরক্ষিত নন । অনেক ভেবে আমি বুঝতে পেরেছি এই রাজ্যে সুরক্ষিত শুধু নেতারা । যাঁরা এই কথাগুলি বলেন, তাঁরা ভোটের সময় আসেন ৷ আর ভোটটা নেয় ৷ তারপর চলে যায় । "

আরও পড়ুন, এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল : মমতা

তৃণমূল সাংসদের মতে, এইসব নেতাদের সঙ্গে নিরাপত্তারক্ষী আছে ৷ তাঁরা তো সব থেকে বেশি সুরক্ষিত । তাঁরা ভোটের সময় আসেন ৷ আর হিন্দুদের বলেন, আমরা হিন্দুদের বাঁচিয়ে রাখব ৷ তাই ভোটটা আমাদের দিন । আর মুসলিমদেরও ঠিক একই কথা বলেন ৷ কিন্তু এই নির্বাচনটা ধর্মের রাজনীতির জন্য নয় । মনে রাখা উচিত ধর্মের হাত যদি শক্ত হয়, তাহলে আমাদের দেশে শুধু টিকে থাকবে মন্দির ও মসজিদ । তাই আমি আপনাদের বলতে এসেছি, ধর্ম জিতলে মানুষ হেরে যাবে । আর মানুষ যদি জেতে তাহলে ধর্ম বেঁচে থাকবে, রাজ্য বেঁচে থাকবে, দেশ বেঁচে থাকবে । রাস্তাঘাট, হাসপাতাল সবকিছুই হবে । তাই ধর্মের ফাঁদে পা দেবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.