ETV Bharat / state

Kalna Housing Scam : মৃত ব্যক্তির নামে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, কমিটি গড়ে তদন্তে প্রশাসন

author img

By

Published : Apr 26, 2022, 8:37 AM IST

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ কালনার দুপসা গ্রামে (Kalna Housing Scam) ৷ কালনা 1 বিডিওর কাছে এনিয়ে লিখিত অভিযোগ পড়ল ৷ তদন্ত করতে কমিটি গঠন ৷

Kalna Housing Scam News
আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ

কালনা, 25 এপ্রিল : আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল কালনার নান্দাই পঞ্চায়েতের দুপসা গ্রামে (Kalna Housing Scam)। বিষয়টি নিয়ে কালনা 1 বিডিওর কাছে বেশ কয়েকটি লিখিত অভিযোগ জমা পড়েছে । অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন ।

ওই গ্রামের চারটে পরিবার বিডিওর কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেন, গ্রামের বেশ কয়েকটা পরিবারের গৃহকর্তারা মারা গেলেও তাঁদের নামে ঘর ইসু করা হয়েছে। সেই ঘরের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা অন্যের অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে । এছাড়া যারা বিশেষভাবে সক্ষম কিংবা ভিক্ষাবৃত্তি করে সংসার চালান তাঁদের নামেও আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে । বিষয়টি নিয়ে বেশ কয়েকটি লিখিত অভিযোগ পাওয়ার পরেই কমিটি গড়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন ।

আরও পড়ুন : আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের ! বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের

কালনা 1 বিডিও শ্রাবন্তী সেন বলেন, "বাংলা আবাস যোজনার বেনিফিসিয়ারির তরফে বেশকিছু অভিযোগ জমা পড়েছে । তাঁরা দাবি করেছেন যে তাঁরা প্রকল্পের কোনও সহায়তা পাননি । তিন-চারটে যে অভিযোগ জমা পড়েছে সেখান থেকে জানা গিয়েছে তাঁদের নামে প্রকল্পের ঘর এসেছিল অথচ তারা সেই প্রকল্পের সহায়তা পায়নি । বরং অন্য কেউ সেই সহায়তা পেয়ে গিয়েছে । বিষয়টি নিয়ে একটা তদন্তকারী দলও তৈরি করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.