ETV Bharat / state

চৈতন্যদেবের দীক্ষাস্থান নিয়ে ভুল তথ্য নাড্ডার, প্রতিবাদ কাটোয়ায়

author img

By

Published : Jan 12, 2021, 7:52 AM IST

পূর্ব বর্ধমানের খবর
পূর্ব বর্ধমানের খবর

স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথায়, প্রায় 500 বছর আগে মহাপ্রভু শ্রীচৈতন্য কাটোয়া শহরের গৌরাঙ্গ বাড়িতে এসেছিলেন দীক্ষা নেওয়ার জন্য । কেশব ভারতীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন । আর জগদানন্দপুরের রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠা হয় 1839 সালে ।

কাটোয়া, 11 জানুয়ারি : এর আগেও একাধিকবার ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লির বিজেপি নেতাদের বিরুদ্ধে । সেই নিয়ে বিতর্কও কম হয়নি । কখনও বীরসা মুন্ডার মূর্তি নিয়ে বিতর্ক তো আবার কখনও শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলে বিপাকে পড়েছেন ।

সম্প্রতি কাটোয়ায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । সেখানে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পর মুস্থুলি গ্রামের জনসভায় তিনি বলেছিলেন, ওই মন্দিরটি শ্রী চৈতন্যদেবের দীক্ষাস্থান । জে পি নাড্ডার কথায় সিলমোহরও দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । কিন্তু তিনি ভুল তথ্য দিয়েছেন বলে গতকাল কাটোয়া শহরের বিভিন্ন এলাকায় ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে ব্যানার টাঙানো হয় ।

জে পি নাড্ডার মন্তব্যকে ঘিরে জোর সমালোচনা শুরু হয়েছে কাটোয়ায়
শনিবার কাটোয়ার মুস্থুলি গ্রামে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জে পি নাড্ডা বলেছিলেন, "কাটোয়ার জগদানন্দপুরের রাধাগোবিন্দের পুরোনো মন্দিরে গিয়েছিলাম । ওখানে শ্রীচৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন । আমি এমন পূণ্যভূমি ও রাধা গোবিন্দকে প্রণাম জানাচ্ছি ।" সূত্রের খবর, এই শুনে বেজায় চটেছেন ব্রাহ্মণ সমাজের একাংশ । কারণ স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথায়, প্রায় 500 বছর আগে মহাপ্রভু শ্রীচৈতন্য কাটোয়া শহরের গৌরাঙ্গ বাড়িতে এসেছিলেন দীক্ষা নেওয়ার জন্য । কেশব ভারতীর কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন । আর জগদানন্দপুরের রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠা হয় 1839 সালে ।

আরও পড়ুন : অমিত শাহের মাল্যদানের পর বীরসা মুন্ডার মূর্তি-চত্বর ধোয়া হল দুধ-গঙ্গা জলে

প্রতিবাদে গতকাল সরব হয় কাটোয়ার ব্রাহ্মণ সমাজের একটি বড় অংশ । কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "যেভাবে উনি মহাপ্রভুকে নিয়ে অপব্যাখ্যা করেছেন সেটা কাটোয়ার মানুষ ভালোচোখে দেখছে না । যেভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে সেটা লজ্জাজনক ।"

ভুল যে হয়েছে তা পরোক্ষে মেন নিয়েছেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি অনিল দত্ত । তিনি বলেন, "এখানে জে পি নাড্ডা বা দিলীপ ঘোষের কোনও দোষ নেই । আসলে চৈতন্য মহাপ্রভুর দীক্ষাস্থানেই তাঁর পুজো দেওয়ার কথা ছিল । কিন্তু হেলিপ্যাডের কাছাকাছি ওই মন্দিরে পুজো দেওয়ার কারণেই তথ্য নিয়ে গন্ডগোল হয়ে গেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.