ETV Bharat / state

Debra Gang Rape ডেবরায় 2 যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 7 যুবক

author img

By

Published : Aug 23, 2022, 5:25 PM IST

ডেবরায় 2 যুবতীকে গণধর্ষণের (Debra Gang Rape) অভিযোগে 7 যুবককে গ্রেফতার করল পুলিশ ৷ ব্যান্ডের অর্কেস্ট্রার সদস্য 2 যুবতী তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ (Two Girl Gang Raped in Debra) ৷ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷

Two Girl Gang Raped in Debra Police Arrests Seven Accused
Two Girl Gang Raped in Debra Police Arrests Seven Accused

ডেবরা, 23 অগস্ট: 2 যুবতীকে অপহরণ (Two Girl Gang Raped in Debra) এবং গণধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের ডেবরার বৌলাসিনীতে ৷ তাঁরা একটি ব্যান্ডের অর্কেস্ট্রার সদস্য ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই গ্রামের একটি বাড়ি দরজা ভেঙে ব্যান্ডের দুই মহিলা সদস্যকে তুলে নিয়ে যায় স্থানীয় 7 যুবক ৷ রাতভর তাঁদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এ দিন সকালে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ডেবরার মাড়তলা এলাকায় ব্যান্ডের রিহার্সাল সেরে বাড়ি ফিরছিলেন 3 যুবতী ৷ রাত হয়ে যাওয়ায় বৌলাসিনী ভগবানপুর এলাকায় এক মহিলার বাড়িতে আশ্রয় নেন তাঁরা ৷ অভিযোগ, মাঝরাতে ওই মহিলার বাড়ির দরজা ভেঙে 2 জনকে স্থানীয় ক্লাবের 7 যুবক তুলে নিয়ে যায় ৷ মুখ বেঁধে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পরে তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যাতে কাউকে কিছু না-জানায় ৷ ঘটনার পর আতঙ্কিত 3 যুবতী সোমবার দুপুরে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

আরও পড়ুন: জগদ্দলে ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো, গ্রেফতার 3

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তরা অধিকাংশই ডেবরার বাসিন্দা ৷ ইতিমধ্যে, এই ঘটনায় নির্যাতিতা 2 যুবতী অসুস্থ হয়ে পড়ায় তাঁরা বর্তমানে ডেবরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.