ETV Bharat / state

আমফানের টাকা আত্মসাতে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

author img

By

Published : Sep 27, 2020, 10:32 PM IST

স্থানীয়দের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুশান্ত সাঁতরা আমফানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা না করে নিজের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ পাইয়ে স্বজনপোষণ করেছেন ।

আমফানের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
আমফানের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

চন্দ্রকোনা, 27 সেপ্টেম্বর : আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য । এই অভিযোগে সরগরম চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা । সংবাদমাধ্যমের নাম শুনেই অবশ্য গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য । অভিযোগ খতিয়ে দেখে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি ।

স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুশান্ত সাঁতরা আমফানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা না করে নিজের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ পাইয়ে স্বজনপোষণ করেছেন । এমনকী টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে স্থানীয়দের তরফে । ব্লক প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছে স্থানীয়রা ।

এরকম দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সদস্যকে নিয়ে কোনও ভাবেই কাজ করা যাবে না, জানিয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব । গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন । ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে BJP । গোটা ঘটনার কড়া ভাষায় নিন্দা করে উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে পদ্ম শিবিরের পক্ষ থেকে । সংবাদমাধ্যমের নাম শুনেই অবশ্য গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য । সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর বাড়িতে পৌঁছালে আমতা আমতা করে পঞ্চায়েত সদস্যের মায়ের জবাব, তিনি কিছুই জানেন না এবিষয়ে ।

আমফান নিয়ে দুর্নীতির তালিকায় নয়া সংযোজন চন্দ্রকোনা এলাকার এই পঞ্চায়েত সদস্য। নির্বাচনের ঠিক আগে গোটা বিষয় নিয়ে ঘাসফুল শিবির কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.