ETV Bharat / state

TMC Expels Dissidents : 15 জন নির্দল-সহ 20 জনকে বহিষ্কার করল তৃণমূল

author img

By

Published : Feb 16, 2022, 8:37 PM IST

আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে পৌরসভা ভোট (Bengal Civic Polls 2022) ৷ তৃণমূল কংগ্রেসের তরফে ওই 108টি পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে ৷ এর জেরে যাঁরা বিদ্রোহে সামিল হয়েছিলেন, তাঁদের বহিষ্কার করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ৷

tmc-inner-clash-due-bengal-civic-polls-2022-candidate-list
TMC Expels Dissidents : 15 জন নির্দল-সহ 20 জনকে বহিষ্কার করল তৃণমূল

মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলের অসন্তোষ প্রকাশ্যে চলে আসে (TMC Inner Clash due Bengal Civic Polls 2022 Candidate List) ৷ প্রার্থী হতে না পেরে অনেকে নির্দল প্রার্থী হন ৷ অনেকে আবার অন্য দলের প্রার্থী হয়েছেন ৷ এমন 20 জনকে বুধবার বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC Expels Dissidents in West Medinipur) ৷ এদিন দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে ওই নেতা-নেত্রীদের বহিষ্কারের কথা ঘোষণা করে তৃণমূল ৷

20 জনের মধ্যে 16 জন তৃণমূলের মেদিনীপুর ও খড়গপুর সাংগঠনিক জেলার সদস্য ৷ বাকি চার জন ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য ৷ এদিকে সামগ্রিক পরিস্থিতির জেরে পদ হারাতে হল খড়গপুর শহর তৃণমূলের যুব সভাপতি অসিত পাল, ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের সভাপতি মনোজ হালদারকে৷ তাঁকেও বহিষ্কার করেছে তৃণমূল ৷

খড়গপুর পৌরসভায় রিনা শেঠ, জগদম্বা গুপ্তা, তপন প্রধান, সুমিতা দাস, জয়া পালকে বহিষ্কার করা হয়েছে । এর মধ্যে তপন, জগদম্বা, সুমিতা তৃণমূল ছেড়েই কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । রিনা শেঠও একইভাবে সিপিআই প্রার্থী হয়েছেন । বর্ষীয়ান তৃণমূল নেতা জহর পালের বউমা জয়া পাল নির্দল প্রার্থী হয়েছিলেন 35 নম্বর ওয়ার্ডে । জয়া পালের স্বামী অসিত পাল (ছোটকা)-কে শহর যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । জহর পাল অবশ্য 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করছেন ৷

tmc inner clash due bengal civic polls 2022 candidate list
15 জন নির্দল-সহ 20 জনকে বহিষ্কার করল তৃণমূল

এদিন মেদিনীপুর শহরে জেলা পরিষদের সভাগৃহে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করে তৃণমূল ৷ সেখানে জেলায় পৌরসভা নির্বাচনের তৃণমূলের দুই কো-অর্ডিনেটর মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ও বিধায়ক অজিত মাইতি উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন তৃণমূলের জেলাস্তরের আরও অনেক নেতা ৷

সেখানে জানানো হয় মেদিনীপুর পৌরসভা থেকে সৌরভ বিষোই (11 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী), ড. এরশাদ আলি (13 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী), বিশ্বেশ্বর নায়েক এবং তাঁর স্ত্রী অর্পিতা রায় নায়েক (14 নম্বর ওয়ার্ডের প্রার্থী), সোমা মাইতি (20 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী) ও তাঁর শ্বশুর হিমাংশু মাইতি, কংগ্রেস প্রার্থী অঞ্জলি চৌধুরী ও স্বামী স্বপন চৌধুরী, নির্দল প্রার্থী অঞ্জনা রায় এবং নির্দল প্রার্থী মানস দাস বহিষ্কার করা হল । মানস দাসের বাবা প্রয়াত মণিলাল দাসকেও বহিষ্কৃত নেতার তালিকায় রাখা হয়েছে ।

অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলার ক্ষীরপাই পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুনিতী হালদার ও তাঁর ছেলে মনোজ হালদারকে বহিষ্কার করা হয়েছে । স্বাভাবিকভাবেই ওয়ার্ড সভাপতির দায়িত্ব থেকেও সরানো হয়েছে মনোজকে । এছাড়াও যথাক্রমে চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ওসমান গেনি এবং রামজীবনপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অসিত সরকারকেও বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে ।

এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : উৎসবের মেজাজে মনোনয়ন জমা কাঁথি পৌরসভার 20 তৃণমূল প্রার্থীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.