ETV Bharat / state

Tiller machine stolen : একাধিক টিলার মেশিনের পার্টস চুরি, চিঠি লিখে দেখা করার কথা জানাল চোরেরা

author img

By

Published : Aug 13, 2021, 7:09 PM IST

চোর চুরি করে নিয়ে গিয়েছে মেশিনের যন্ত্রাংশ ৷ তার পাশে একটি চিঠি লিখে রেখে দিয়ে গিয়েছে, যাতে যন্ত্রাংশ পাওয়ার হদিশ দেওয়া হয়েছে ৷ যদিও দেখা গিয়েছে, তা ভুয়ো ৷

চুরি যাওয়া যন্ত্রাংশের মেশিন
চুরি যাওয়া যন্ত্রাংশের মেশিন

ডেবরা, 13 অগস্ট : দিন-দুপুরে এবং রাতের বেলায় জমিতে পড়ে থাকা চাষের মেশিনের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে ৷ আর সেই চোর ধরতে গিয়ে তাজ্জব চাষিরা । কারণ চোর নিজেই চিঠি লিখে দেখা করার কথা জানিয়েছে চাষিদের । এরকমই ঘটনার মুখোমুখি ডেবরার চাষিরা । তাই তাঁরা দ্বারস্থ হলেন পুলিশের । যদিও তাঁদের যন্ত্রাংশ এখনও উদ্ধার করা যায়নি ।

একদিকে কোভিড পরিস্থিতি, অপরদিকে বন্যা পরিস্থিতি, এই দুই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত গোটা বিশ্বের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর । তবে এরই মধ্যে চোরেদের কীর্তিতে অবাক এবং আতঙ্কিত চাষিরা । প্রতিদিন জমিতে পড়ে থাকা দামি দামি মেশিনের যন্ত্রাংশ চুরি যাচ্ছে ডেবরার পশং এলাকা থেকে ৷ এখন বর্ষা চলছে, তাই হালের পর মাঠের মধ্যে পড়ে থাকে টিলার মেশিন । আর সেই মেশিনগুলি থেকে পার্টস খুলে চুরি করে নিয়ে গিয়ে চিঠিতে দেখা করার নির্দেশ দিল চোরেরা । বেশ ক'দিন ধরে এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পশং এলাকায় । যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামে ৷

ইতিমধ্যে এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে ডেবরা থানায় । চোরেদের লেখা চিঠিতে জানানো হয়েছে, "চুরি যাওয়া জিনিস নিতে হলে রাধামোহনপুর স্টেশনের সামনে একটি কাঠ চেরাই মিলে দেখা করতে হবে, ওর কাছেই খোঁজ পাওয়া যাবে চুরি যাওয়া জিনিস কোথায় আছে । কম করে মাল নিয়ে গেলাম, দু'দিনের মধ্যে খোঁজ করবে । এই চিঠি অন্য কাউকে দেখাবেন না, চিঠি ফেরত দেবেন ।’’ আতঙ্কিত হয়ে চাষিরা কাঠ মিলে গিয়ে দেখেন ওই ব্যক্তিকেও একই চিঠি দেওয়া হয়েছে । আর ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ ।

চোরের লেখা চিঠি
চোরের লেখা চিঠি

আরও পড়ুন : Bangladeshi Arrest : স্বাধীনতা দিবসের আগে কোচবিহারে ধৃত ছয় বাংলাদেশি, জালে দুই ভারতীয়ও

গ্রামবাসী সঞ্জিতকুমার ওঝা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলছে, আজকে নতুন নয় । তিনি বলেন, "আজ যখন আমাদের ড্রাইভার পাওয়ার টিলার মেশিন চালাতে এসে দেখে, মেশিন চলছে না, সব খোলা । কোনও পার্টস না পেয়ে ও আমাদের জানায় এবং আমরা গিয়ে দেখি একটি চিঠি ঝুলছে ৷ তাতে লেখা রয়েছে যদি পার্টসগুলো ফিরে পেতে চান, তাহলে 10 হাজার টাকা নিয়ে অমুক জায়গায় দেখা করুন, না হলে পার্টস পাবেন না । আর এই চিঠি সম্বন্ধে কাউকে কিছু বলবেন না ।" এ রকমভাবে বহুদিন ধরেই এরকম চোরেরা তাঁদের ব্ল্যাকমেল করে বলে জানিয়েছেন তিনি । তবে ওখানে গিয়ে কিছুই পাননি সঞ্জিতবাবুরা ৷ তাঁদের কাছে একই চিঠি রয়েছে । বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন ৷

অদ্ভুত এবং তাজ্জব হওয়া এই চুরির ঘটনায় সমস্যায় পড়েছে পুলিশ ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.