ETV Bharat / state

Chandrakona Rural Hospital: সরকারি হাসপাতালে অমিল স্যালাইন, রোগীকে বাঁচাতে বাইরে থেকে কিনতে হচ্ছে চড়া দামে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 1:09 PM IST

Chandrakona Rural Hospital
চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল

বর্ষাকালে দিনে দিনে বাড়ছে মশাঘটিত রোগ ৷ হাসপাতালে ভরতি হচ্ছে বহু রোগী ৷ এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে মিলছে না স্যালাইন ৷ ফলে রোগীকে বাঁচাতে বাইরে থেকে চড়া দামে স্যালাইন কিনতে হচ্ছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে আসা পরিবারগুলিকে ৷

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে অমিল স্যালাইন

চন্দ্রকোনা, 6 সেপ্টেম্বর: সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে না রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন ৷ ফলে একপ্রকার বাধ্য হয়েই হাসপাতাল চত্বরের বাইরে থাকা ওষুধ দোকান থেকে চড়া দামে স্যালাইন কিনতে হচ্ছে রোগীর পরিজনেদের । কারণ রোগীকে বাঁচাতে স্যালাইন খুবই গুরুত্বপূর্ণ ৷ এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ।

এই বিষয়ে রোগীর পরিবারের লোক চিত্তরুই দাস ও আরতি ঘোষরা বলেন, "ডাক্তারবাবু লিখে দিয়েছেন স্যালাইনের কথা । কিন্তু হাসপাতালে তা পাওয়া যাচ্ছে না । হাসপাতাল বলছে স্যালাইন নেই ৷ তাই আমাদের বাইরের দোকান থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে স্যালাইন । যেহেতু হাসপাতালে নেই তাই আমরা ধার দেনা করে হলেও বাইরে থেকে এই স্যালাইন কিনে এনে দিচ্ছি । যাতে আমাদের রোগীর চিকিৎসা হয় ।"

হাসপাতালে স্যালাইনের ঘাটতি যে রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ৷ তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি ৷ বিএমওএইচ চিকিৎসক স্বপ্ননীল মিস্ত্রি বলেন, "পশ্চিম মেদিনীপুরের অন্যান্য হাসপাতালের মতোই আমাদের হাসপাতালে স্যালাইনের ঘাটতি রয়েছে । আগের লটে যে স্যালাইন এসেছিল তাতে ডিসপুট থাকায় ল্যাবে পাঠানো হয়েছে । রিপোর্ট না-আসা পর্যন্ত ওই স্যালাইন ব্যবহার করা যাচ্ছে না । যে স্যালাইন স্টকে আছে তার রিপোর্ট আসলেই আমরা তা দিয়ে কাজ চালাতে পারব । সেজন্য বাধ্য হয়ে এখন রোগীদের বাইরে থেকে স্যালাইন আনতে হচ্ছে । আমরা আপাতত একটা সিদ্ধান্ত নিয়েছি ৷ বাইরে দু’টো দোকানের সঙ্গে কথা হয়েছে ৷ যাতে রোগীদের স্যালাইন স্বাস্থ্য সাথীর কার্ডে মেলে ।"

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে প্রতিদিন চিকিৎসার জন্য আসে শয়ে শয়ে রোগীরা । অভিযোগ, টানা কয়েক সপ্তাহ ধরে অমিল রয়েছে স্যালাইন পরিষেবা । ইমার্জেন্সি বিভাগে থাকা চিকিৎসকরা রোগীর প্রয়োজন মতো পরিজনদের লিখে দিচ্ছেন স্যালাইনের কথা । রোগী বাঁচাতে তাই বাইরের দোকানে ছুটছেন পরিজনেরা । চড়া দামে দোকান থেকে স্যালাইন কিনে আনছে তারা । সেই স্যালাইন দেওয়া হচ্ছে রোগীদের । আর এতেই ক্ষুব্ধ রোগীর পরিবার ।

আরও পড়ুন: অ্যানাস্থেটিস্ট নেই, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে বন্ধ অস্ত্রোপচার

পাশাপাশি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁর পরিজনদের ক্ষোভ, সরকারি হাসপাতালে পাওয়ার কথা স্যালাইন ৷ সেই স্যালাইন কি না কিনে আনতে হচ্ছে বাইরের দোকান থেকে । 60 শয্যা বিশিষ্ট চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ৷ চন্দ্রকোনা ছাড়াও আশপাশের গড়বেতা, কেশপুর সংলগ্ন এলাকার মানুষের ভরসা এই গ্রামীণ হাসপাতাল । সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও কেনও মিলবে না স্যালাইন ? প্রশ্ন তুলছেন হাসপাতালে ভরতি রোগীর পরিজনেরাই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.