Ghatal Flood : মা দুর্গার কাছে এর স্থায়ী সমাধান চাইব, সস্ত্রীক বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বললেন সুব্রত

author img

By

Published : Oct 6, 2021, 7:43 AM IST

Updated : Oct 6, 2021, 7:57 AM IST

Ghatal Flood

সস্ত্রীক ঘাটালের বন্যা পরিস্থিতির পরিদর্শন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) ৷ বললেন, "মা দুর্গাকে বলব এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে ৷"

ঘাটাল, 6 অক্টোবর : সাংসদ দেবের পর এবার ঘাটাল মহকুমার জলমগ্ন পরিস্থিতি ঘুরে দেখলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) । ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে তিনি বলেন, "সরকার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে যাতে ঘাটালের মানুষ স্থায়ী সমাধান পান ৷ কিন্তু এই জলমগ্ন পরিস্থিতির সঙ্গে পরিচয় আগে থেকেই রয়েছে ঘাটালবাসীর । এখন এই প্রাকৃতিক বিপর্যয়ে একমাত্র ভরসা মা দুর্গা । এই পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি দিতে মা দুর্গার কাছে প্রার্থনা জানাব ।"

ঘাটালের দু'নম্বর চাতাল থেকে নৌকো করে ঘাটালের রথিপুর এলাকা পরিদর্শন করেন পঞ্চায়েত মন্ত্রী । বন্যা পরিদর্শনের পর ঘাটালে বন্যার জন্য মুখ্যমন্ত্রীর তত্ত্বকে সমর্থন করে 'ম্যান মেড' বন্যা বলে ডিভিসিকেই দায়ী করেন । বললেন, "রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় আগের তুলনায় বন্যার ভয়াবহতা বেড়েছে ৷ বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে । আমরাও আগের তুলনায় মানুষের পাশে আরও বেশি করে থাকছি । অন্যান্য যেসব ত্রাণ দেওয়া হচ্ছে, তার পাশাপাশি শ্রম দফতরও এবার বেশ কয়েক কোটি টাকা ত্রাণের জন্য দিচ্ছে ৷ সব কিছু দেখে গেলাম ৷ এনিয়ে মুখ্যমন্ত্রীকে সবিস্তারে রিপোর্ট দেব ৷"

ঘাটালে সস্ত্রীক পরিদর্শনে এলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

পুজোর আগে ঘাটালে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সুব্রত বলেন, "একদল মানুষের খুব কষ্টে মহালয়া কাটবে । মায়ের কাছে প্রার্থনা করব যাতে স্থায়ীভাবে ঘাটালের মানুষের এই দুর্দশা ঘোচে ৷ কেন্দ্রীয় সরকারের কাছেও এখানকার মানুষ এবং আমাদের দল দরবার করেছে । আমরা সরকারিভাবেও দরবার করব যাতে ঘাটালের মানুষের জন্যে একটা স্থায়ী সমাধান হয় ।" গত দু'মাসে বেশ কয়েকবার জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটালে । অতিবর্ষণের পাশাপাশি ডিভিসির জল ছাড়ায় ডুবছে পশ্চিম মেদিনীপুর ৷ ডুবেছে অন্যান্য জেলাও ৷ পুজোর মরসুমে শোচনীয় অবস্থা তৈরি হয়েছে ৷

ঘাটাল মহকুমাশাসকের দফতরে শ্রম দফতরের একটি অনুষ্ঠানে এসে দফতরের কর্মীদের পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী । এরপর ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী । মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক-সহ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরাও ।

আরও পড়ুন : Ghatal Flood :এক গলা জলে দাঁড়িয়ে ত্রিপল চাইছেন ওঁরা, ঘাটালে ত্রাণ বিলির করুণ ছবি

Last Updated :Oct 6, 2021, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.