ETV Bharat / state

কাজ হারিয়ে অবসাদের জেরে আত্মহত্যা ? খড়গপুরে উদ্ধার দম্পতির দেহ

author img

By

Published : Oct 9, 2020, 9:23 PM IST

মাঠ থেকে উদ্ধার দম্পতির দেহ ৷ অবসাদেই তাঁরা আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের ৷

খড়্গপুর
খড়্গপুর

খড়গপুর, 9 অক্টোবর : অর্থের অভাব তার উপর লকডাউনে কাজ হারিয়েছে ৷ এই পরিস্থিতিতে সংসার চালাতে না পেরে খড়গপুরের নিমপুরায় আত্মহত্যা করলেন এক দম্পতি । তাঁরা আদতে দক্ষিণ ভারতের বাসিন্দা ।

আজ সকালে মাঠ থেকে ওই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহ দু'টি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আজ সকালে খড়গপুরের নিমপুরার মাঠে ওই দম্পতির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের নাম ভেঙ্কট রাও(35) ও সীতালক্ষ্মী(25)। জানা যায়, ওই দম্পতির লকডাউনের আগেই বিয়ে করেছিলেন ৷ তারপরই লকডাউনের জেরে কাজ চলে যায় ৷ কিছুতেই কাজের জোগাড় করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তাঁরা ।

পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে ওই দম্পতি। তবে ময়নাতদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে খড়্গপুর টাউন থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.