ETV Bharat / state

10 সেকেন্ডে মরবে জীবাণু, পুলিশ কর্মীদের জন্য স্যানিটারি টানেল

author img

By

Published : Apr 15, 2020, 10:10 PM IST

সারাদিন বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা পুলিশ কর্মীরা দিনের শেষে একই পোশাকে বাড়ি ফিরছেন । সংক্রমণের হাত থেকে পুলিশদের বাঁচানোর কোনও ব্যবস্থাই নেই। এই অবস্থায় এগিয়ে এল মেদিনীপুর জেলা পুলিশ । এদিন পুলিশ লাইনে পুলিশ সুপার দীনেশ কুমারের উদ্যোগে চালু হলো ‘হোল বডি স্যানিটারি’ টানেলের ।

স্যানিটারী টানেল
স্যানিটারী টানেল

মেদিনীপুর, 15 এপ্রিল: ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কোরোনা সংক্রমণ রোধে দিনরাত এক করে কাজ করে চলেছে পুলিশ কর্মীরা । অথচ অনেক সময় তাঁরাই ঠিকঠাক নিরাপত্তা পাচ্ছেন না । তাই এবার পুলিশ কর্মীদের জন্য চালু হল ফুল বডি স্যানিটারি টানেল । বুধবার এই টানেলের উদ্বোধন করেন মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার । তিনি বলেন, মূলত পুলিশ কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

কখনও মাইকে প্রচার করে, কখনও বা অভিযান চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছেন পুলিশ কর্মীরা । আমজনতার নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে নিজেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন অনেকেই । সারাদিন বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা পুলিশ কর্মীরা দিনের শেষে একই পোশাকে বাড়ি ফিরছেন । সবসময় স্যানিটাইজ়ার অথবা মাস্ক মিলছে না । মিলছে না গ্লাভসও । সংক্রমণের হাত থেকে পুলিশদের বাঁচানোর কোনও ব্যবস্থাই নেই। এই অবস্থায় এগিয়ে এল মেদিনীপুর জেলা পুলিশ । এদিন পুলিশ লাইনে পুলিশ সুপার দীনেশ কুমারের উদ্যোগে চালু হলো ‘হোল বডি স্যানিটারি’ টানেলের । এই হোল বডি স্যানিটারি টানেল এর আগে দেখা গিয়েছিল অন্যান্য রাজ্যে । বিশেষ করে দুর্গাপুর-আসানসোলে চালু হয়েছিল এই ধরনের টানেল । এবার চালু হল মেদিনীপুর জেলার পুলিশ লাইনে ।

কোরোনা সচেতনতায় গেঞ্জি
কোরোনা সচেতনতায় গেঞ্জি

বাইরে থেকে এসে পুলিশ লাইনের কোয়ার্টারে অথবা নিজের বাড়িতে ঢোকার আগে এই টানেলের মধ্যে 10 সেকেন্ড থেকে বেরিয়ে আসতে হবে । তাতেই জীবাণুনাশক হয়ে তাঁরা বাড়িতে প্রবেশ করতে পারবেন । এতে সংক্রমণের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে বলে মত পুলিশ সুপারের । পুলিশ সুপারের এই উদ্যোগে স্বভাবতই খুশি মেদিনীপুর পুলিশ লাইনের পুলিশ কর্মীরা ।

এই বিষয়ে মেদিনীপুর পুলিশ সুপার দীনেশ কুমার জানান, "আমরা টানেল উদ্বোধন করেছি কেবলমাত্র পুলিশ লাইনের কর্মীদের কথা ভেবে । কারণ তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন । বিভিন্ন মানুষের সংস্পর্শে আসছেন । তাদের নিরাপত্তার কথা ভেবে এই টানেলের উদ্বোধন করা হল ।" তিনি আরও বলেন, "কোরোনা সচেতনতায় বেশ কিছু গেঞ্জি, ক্যালেন্ডার এবং বাইকে লাগানোর জন্য বেশ কিছু স্টিকার তৈরি করেছি । দেখা যাচ্ছে কোনও কারণ ছাড়াই বারবার বাইকে করে ওষুধ কেনার নামে, বাজারে যাওয়ার বাহানায় বাইরে বেরোচ্ছে মানুষ । সেইসব বাইকগুলিতে আমরা স্টিকারগুলো সেঁটে দেব । এই বাইকগুলি কতবার শহরের মধ্যে ঘোরাফেরা করছে সেই খবর রাখা হবে । তেমন হলে সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.