ETV Bharat / state

Chandrakona Rural Hospital ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল, চরম হয়রানি রোগীদের

author img

By

Published : Aug 20, 2022, 6:44 PM IST

power-cut-in-chandrakona-rural-hospital-due-to-storm
power-cut-in-chandrakona-rural-hospital-due-to-storm

শুক্রবার রাতের ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল (Power Cut in Chandrakona Rural Hospital) ৷ রাত থেকে চরম ভোগান্তি রোগীদের ৷ অন্ধকারে টর্চ ও মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা ৷

চন্দ্রকোনা, 20 অগস্ট: গতকাল রাতের ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে (Power Cut in Chandrakona Rural Hospital) ৷ এমনকি জেনারেটরও বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত অন্ধকারে ডুবে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ৷ টর্চ ও মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগে কাজ করছেন চিকিৎসক এবং নার্সরা ৷ বিদ্যুতের অভাবে হাসপাতালে পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে ৷ যার জেরে হাসপাতালের বাইরে ট্যাপ কল থেকে রোগীদের জন্য পানীয় জল নিয়ে যেতে হচ্ছে পরিজনদের ৷

গতকাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম ভোগান্তি চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ৷ রীতিমতো ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ৷ পরিস্থিতি এমনই যে রোগীদের জীবনের ঝুঁকি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা ৷ এই অব্যবস্থার জেরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন রোগীর আত্মীয়রাও ৷

গভীর নিম্নচাপের জেরে শুক্রবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ গতকাল সন্ধের পর চন্দ্রকোনা সহ দুই মেদিনীপুরে ব্যাপক ঝড় ওঠে ৷ চন্দ্রকোনা শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৷ রাত সাড়ে ন’টার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালেও ৷ সেখানকার ইনভার্টারের সাহায্যে সাময়িক পরিষেবা দেওয়া গেলেও, কয়েকঘণ্টা পর তাও বন্ধ হয়ে যায় ৷ জেনারেটর থাকলেও, টেন্ডার নেওয়া সংস্থার মোটা অঙ্কের বিল বকেয়া থাকায় পরিষেবা বন্ধ হয়ে রয়েছে ৷

আরও পড়ুন: খবরের জের, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে জেনারেটর পাঠালেন মহকুমাশাসক

এই পরিস্থিতিতে গতকাল ঝড়ের পর থেকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল সম্পূর্ণভাবে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৷ সাময়িকভাবে হাসপাতালের অপারেশন থিয়েটারে পরিষেবা সচল রাখার জন্য একটি অস্থায়ী জেনারেটরের ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু, সেটিও বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে ৷ ভোগান্তির কথা স্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ৷ হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের অভিযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালের ওয়ার্ডে রোগী নিয়ে অন্ধকারে কাটাতে হয়েছে হচ্ছে ৷ অসুস্থ শিশু অন্ধকারে বেড থেকেও পড়ে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷

ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল

এই পরিস্থিতিতে হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায়, হাসপাতালের ভিতরে পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে ৷ যার জেরে রোগীদের জন্য বাইরে থেকে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে আত্মীয়-পরিজনদের ৷ অনেক রোগী নিজেরাই বাইরে বেরিয়ে ট্যাপ কল থেকে জল নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে ৷ শুধু তাই নয়, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে সামান্য স্যালাইন দেওয়ার মত পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বাইরে থেকে স্যালাইনের ব্যবস্থা করতে হচ্ছে ভর্তি থাকা রোগীর আত্মীদের ৷ আর নতুন কেউ ভর্তি হতে এলে, অন্যত্র রেফার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.