ETV Bharat / state

ATM-এ ভরার আগেই কোটি টাকা নিয়ে চম্পট, গ্রেপ্তার ৩

author img

By

Published : Jul 25, 2019, 4:14 PM IST

ATM-এ ভরার আগেই কোটি টাকা নিয়ে চম্পট, গ্রেপ্তার ৩

ATM-এ ভরার টাকা নিয়ে 3 কর্মী পালানোর 12 দিনের মাথায় 1 কোটি টাকা উদ্ধার করল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ ।

মেদিনীপুর, 25 জুলাই : ATM-এ ভরার টাকা নিয়ে পালিয়েছিল 3 কর্মী৷ সেই টাকা উদ্ধার করল পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ ৷ 1 কোটি 24 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ । ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম অজয় সিং, সোমনাথ চ্যাটার্জি, সুভাষ মোদি ।

ATM-এ ভরার জন্য 2 কোটি 10 লাখ টাকা নিয়ে বের হয়েছিল বেসরকারি সংস্থার তিনকর্মী । এরপরই মাঝ পথে তারা 1 কোটি 38 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় । থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ । তদন্তের 12 দিনের মাথায় 1 কোটি 24 লাখ টাকা উদ্ধার করে পুলিশ । পাশাপাশি অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

গতকাল এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "একটি বেসসরকারি সংস্থায় কাজ করত ধৃত তিন ব্যক্তি । তাদের বিরুদ্ধে বেসরকারি সংস্থার তরফে টাকার চুরির লিখিত অভিযোগ জানানো হয়েছিল । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয় । এরপর গতকাল আমরা তাদের কাছ থেকে 1 কোটি 24 লাখ টাকা উদ্ধার করি । ধৃতদের গ্রেপ্তারও করেছি । বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি । তবে আমরা কোথা থেকে ধৃতদের গ্রেপ্তার করেছি তদন্তের কারণে এখনই তা বলতে পারব না ।"

আজ ধৃত তিন জনকে মেদিনীপুর আদালতে তোলা হবে জানায় পুলিশ ।

Intro:এটিএম এ ভরার জন্য চুরি হওয়া কোটি টাকা উদ্ধার Body:এ টি এম এ ভরার জন্য চুরি হওয়া 1কোটি 38 লক্ষ টাকার ঘটনার ১২ দিনের মাথায় উদ্ধার করলো জেলা পুলিশ,উদ্ধার হলো বিপুল পরিমানে টাকা গ্রেফতার 3 ব্যাক্তি l


ঘটনা সূত্রে জানা যায় গত 12 দিন আগে লজিক্যাশ সলিউশন প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থার তিনজন কর্মী বিভিন্ন ব্যাংকের এটিএমে টাকা ভরার জন্য দু কোটি দশ লাখ টাকা নিয়ে বেরোয় কিন্তু মাঝ পথে সেই টাকার মধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকা নিয়ে পালায় ঐ কোম্পানির তিন কর্মী অজয় সিং, সোমনাথ চ্যাটার্জী, সুভাষ মোদী l এর পর থানায় অভিযোগ হওয়ার পর নড়ে চড়ে বসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ l তদন্ত শুরু করে অবশেষে 12 দিনের মাথায় চুড়ি করে নিয়ে পালানো টাকার অধিকাংশটাই উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ l একই সাথে গ্রেপ্তার করা হল তিনজনকে l আজ এক সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, লজিক্যাশ সলিউশন প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি সংস্থার তিনজন কর্মী , বিভিন্ন ব্যাংকের এটিএমে টাকা ভরার জন্য দু কোটি দশ লাখ টাকা নিয়ে বেরোয় l কিন্তু মাঝ পথে সেই টাকার মধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকা নিয়ে পালায় ঐ কোম্পানির তিন কর্মী অজয় সিং, সোমনাথ চ্যাটার্জী, সুভাষ মোদী l সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ l তাদের কাছ থেকে পুলিশ ১ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ l বাকি টাকার হদিশ নেই , পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে l বৃহস্পতিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হবে l তবে তদন্তর স্বার্থে কোথা গ্রেফতার করা হয়েছে তা বলতে রাজি নয় পুলিশ সুপার l Conclusion:এটিএম এ ভরার জন্য চুরি হওয়া কোটি টাকা উদ্ধার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.