ETV Bharat / state

চন্দ্রকোণায় ভুয়ো আধার সেন্টার, গ্রেপ্তার 5

author img

By

Published : Oct 18, 2020, 5:11 PM IST

Chandrakona

গতকাল ওই ভুয়ো সেন্টারে অভিযান চালায় চন্দ্রকোণা থানার পুলিশ, চন্দ্রকোণা দুই নম্বর ব্লকের BDO সৌম্য ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা । সেন্টারের কর্মীদের প্রাথমিক কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে একজনকে আটক করা হয় । পরে আরও চারজনকে আটক করে পুলিশ ।

চন্দ্রকোনা , 18 অক্টোবর : চন্দ্রকোণায় একটি ভুয়ো আধার সেন্টারে নতুন কার্ড তৈরি ও সংশোধনের কাজ চলছিল ৷ খবর পেয়ে গতকাল সেখানে অভিযান চালায় পুলিশ ৷ সেন্টারের মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের মধ্যে একজন মহিলা রয়েছে ৷

কয়েকদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল, 500-700 টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজ করা হচ্ছে চন্দ্রকোণা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ইলামবাজার এলাকার ওই সেন্টারে । গতকাল ওই ভুয়ো সেন্টারে অভিযান চালায় চন্দ্রকোণা থানার পুলিশ, চন্দ্রকোণা দুই নম্বর ব্লকের BDO সৌম্য ঘোষ সহ প্রশাসনের আধিকারিকরা । সেন্টারের কর্মীদের প্রাথমিক কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে একজনকে আটক করা হয় । পরে আরও চারজনকে আটক করে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , একমাসেরও বেশি সময় ধরে ওই এলাকার একটি বাড়িতে প্রতারণাচক্রের জাল ফেঁদে বসেছিল মুর্শিদাবাদের এই পাঁচজন । টাকা দিলেই পাওয়া যেত নতুন আধার কার্ড । সেই সুযোগে প্রতিদিনই ওই ভুয়ো সেন্টারে ভিড় জমত মানুষের । ইতিমধ্যে কেউ নতুন কার্ড পেয়েছে তো আবার কেউ নথি-সহ আবেদনও করেছে । যদিও ওই কার্ড আসল না নকল বা আধার কার্ড তৈরির নামে তথ্য হাতানোর কোনও পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছে চন্দ্রকোণা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.