ETV Bharat / state

জেলখানাতেই বোধহয় ভালো ছিলাম : ছত্রধর

author img

By

Published : Feb 8, 2020, 11:49 PM IST

Updated : Feb 9, 2020, 9:47 PM IST

ঝাড়গ্রাম রাজবাড়িতে ছত্রধর মাহাতর বৈঠক করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ ঝাড়গ্রামে ঝুমুরমেলা উদ্বোধন উপলক্ষে আসেন তিনি ।

partha Chattopadhyay in the house of chatradhar
ছত্রধরের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম, 8 ফেব্রুয়ারি : দীর্ঘ 11 বছর পর সদ্য জামিনে মুক্ত পেয়েছেন ছত্রধর মাহাত । ঘরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুরসত পারছেন না । দেখা করতে আসছেন একের পর এক নেতা এবং আরও অনেকে । তেমনই আজ ছত্রধরের সঙ্গে দেখা করতে এসেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

ঝাড়গ্রামের ঝুমুরমেলা উদ্বোধন উপলক্ষে জঙ্গলমহলে আসেন পার্থ চট্টোপাধ্যায় । উদ্বোধনের পরেই এক প্রস্ত বৈঠক সারলেন ছত্রধর মাহাতর সঙ্গে । বৈঠকে উপস্থিত ছিলেন ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাত । বৈঠকের পর ছত্রধর মাহাত বলেন, " পার্থ চট্টোপাধ্যায়কে বললাম, জেলখানাতেই বোধহয় ভালো ছিলাম । কৌতূক করেই অবশ্য বলেছি ৷ রোজ অনেক মানুষ আসছে । আজও পার্থবাবু এসেছেন । তবে বিধানসভা ভোটে দাঁড়ানো বিষয়ে এখনও কিছু মনস্থির করিনি । "

"জেলখানাতেই বোধহয় ভালো ছিলাম", পার্থকে বললেন ছত্রধর

তিনি আরও বলেন, "আমার গ্রামের লোকজনকে আগে বুঝি । তাদের অভাব অভিযোগ নিয়ে ভাবি । তারপর ভেবে দেখব প্রার্থী হিসাবে মনোনয়নের কথা ।" অন্যদিকে ছত্রধরের সঙ্গে বৈঠক করে বেরিয়ে পার্থবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা অনেক পুরোনো বন্ধু । এর আগেও আন্দোলনের সময় ওর সঙ্গে দেখা করতাম । ও যখন সময় চাইছে সময় নিক । নিজের মানুষজন, ঘরের লোক, গ্রামের লোককে প্রথমে চিনুক । তারপর স্থির করুক ।"

Intro:এর থেকে জেল অনেক ভালো ছিল, অনেক মানুষ রোজ আসছে ,দেখা করতে চাইছে, তাই এখন মনস্থির কিছু করি নি , তৃণমূলের সচিব পার্থ চট্টোপাধ্যায় কে না বলে এরকমই মন্তব্য করলেন জনগণ নেতা ছত্রধর মাহাতো l
Body:এর থেকে জেল অনেক ভালো ছিল, অনেক মানুষ রোজ আসছে ,দেখা করতে চাইছে, তাই এখন মনস্থির কিছু করি নি , তৃণমূলের সচিব পার্থ চট্টোপাধ্যায় কে না বলে এরকমই মন্তব্য করলেন জনগণ নেতা ছত্রধর মাহাতো l


জেল থেকে ছাড়ার পরই তৃণমূল উঠে-পড়ে লেগেছে 2021 এর ভোটের আগে ছত্রধর মাহাতোকে নিজেদের প্রার্থী হিসেবে দাঁড় করাতে জঙ্গলমহলে l আর সেজন্যই বারবার তৃণমূল সুপ্রিমো তার কর্মী ও নেতৃত্বদের পাঠাচ্ছেন ছত্রধরের সঙ্গে যোগাযোগ করার জন্য l রকমই এক প্রস্ত সাক্ষাৎ সারলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় l এদিন পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রাম ঝুমুর মেলা উপলক্ষে উদ্বোধন করতে এসে ছত্রধর মানুষের সঙ্গে এক প্রস্থ মিটিং সেরে ফেললেন l এই মিটিংয়ে ছত্রধর মাহাতো ছাড়াও ছিলেন ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো l একটি বৈঠকের পর যখন বেরিয়ে আসেন তখন ছত্রধর জানায় এখনই পার্টিতে যাব বলে এরকম মনস্থির কিছু করিনি ,তাই না বলে দিলাম তবে এর থেকে জেল ভালো ছিল l এত লোক, এত মানুষ রোজ আছে দেখা করতে চাইছে ,ডাকছে যে আমি না বলতে পারছি না l তবে এখনই তৃণমূলে যাব এরকম কিছু মনোস্থির করিনি ,এখনো আমার গ্রাম লোকজন দেখা বাকি আছে l আমি আগে বুঝি তারপর যোগ দেওয়ার কথা ভাববো l তবে ছত্রধরের না কে হ্যাঁ হিসেবে মনে করছে পার্থ চট্টোপাধ্যায় l তিনি এদিন সাংবাদিকদের সামনে বলেন ছত্রধর এখন নিজের এলাকায় চিনতে পারেনি l আগে ভালো করে চিনুক ওকে আরো কিছুটা সময় দেওয়া হল l এলাকায চিনুক নিজের মানুষজনকে জানুক ,ঘরের লোকের সঙ্গে দেখা হোক l তারপর ও স্থির করবে ,আমাদের তো বৃহত্তর পরিবার l তখন আমরা দলে ওকে নেব l যেহেতু ও পুরনো বন্ধু আমাদের ,তার জন্য ওকে আমাদের দলে নেব বলে আমার ঠিক মনে স্থির করেছি আজকের বৈঠকে তাই এক প্রস্থ একথাটাই আলোচনা হয়েছে l উল্লেখ্য লালগড় আন্দোলনের সময়ে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি গঠন করে আন্দোলন করত ছত্রধর মাহাতোরা l



Conclusion:এর থেকে জেল অনেক ভালো ছিল, অনেক মানুষ রোজ আসছে ,দেখা করতে চাইছে, তাই এখন মনস্থির কিছু করি নি , তৃণমূলের সচিব পার্থ চট্টোপাধ্যায় কে না বলে এরকমই মন্তব্য করলেন জনগণ নেতা ছত্রধর মাহাতো l
Last Updated :Feb 9, 2020, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.