ETV Bharat / state

Blood Donation Camp: ভোটে হেরেছেন! রক্তদান শিবির করে তাক লাগালেন অনয়

author img

By

Published : Jul 24, 2022, 4:42 PM IST

west midnapore
জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন পরাজিত নির্দল প্রার্থীর

মানুষের জন্য কাজ করার ইচ্ছে ৷ তাই জন্মদিন পেরিয়ে গেলেও সেই উপলক্ষে রক্তদান শিবিরের(Blood Donation Camp)আয়োজন করলেন পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌরসভার পরাজিত নির্দল প্রার্থী অনয় মাইতি ৷

মেদিনীপুর, 24 জুলাই: জন্মদিন পেরিয়ে গিয়েছে আগেই ৷ কিন্তু তাতে কী ৷ জন্মদিনের উপলক্ষ তো বছরভরই চলতে পারে ৷ সেই ভাবনা থেকেই 50-তম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন পশ্চিম মেদিনীপুরের পরাজিত নির্দল প্রার্থী অনয় মাইতি (Organised blood donation camp on the occasion of birthday by defeated independent candidate)৷ যাঁরা রক্ত দিলেন উপহার হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হল জামা, প্যান্ট ও শাড়ি ।যদিও অনয়বাবু জানান, রক্তদান শিবিরেরর সঙ্গে ভোট বা রাজনীতির কোনও সম্পর্ক নেই । মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন ৷ আর তাতেই রক্তদাতাদের প্যান্ট, শার্ট ও শাড়ি উপহার তুলে দিয়ে সংবর্ধিত করেছেন ৷

আরও পড়ুন : চায়ের সঙ্গে কাপও খেতে পারবেন, অভিনব চা বিক্রি মেদিনীপুরের নিশীথের

2021-এর পৌরসভা নির্বাচনে মেদিনীপুরের 9 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী সৌরভ বসুর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান অনয় মাইতি । যদিও মাত্র 357টি ভোটে পরাজিত হন । তাঁর প্রাপ্ত ভোট ছিল 2 হাজার 375টি ৷ তবে শুধু এবছরই নয়, 2006 সাল থেকে তিনি ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন । প্রয়াত বর্ষীয়ান কাউন্সিলর গৌরী চক্রবর্তীর বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তিনি ৷ তবে একবারও জয় না এলেও বছরভর মানুষের পাশে থাকেন তিনি ৷

মেদিনীপুর শহর ও জেলায় দীর্ঘ কোভিড বিপর্যয়ের সময় তিনি মাস্ক ও স্যানিটাইজার নিয়ে হাজির হয়েছেন রাস্তায় রাস্তায় ৷ কখনও আবার পিপিই কিট পরে নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে করোনা রোগীকে হাসপাতালে নিয়ে গিয়েছেন ৷ ৷

আরও পড়ুন : শিক্ষকের দেখা নেই ! স্কুল ছাড়ছে পড়ুয়ারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.