ETV Bharat / state

গড়বেতায় ডাইনি অপবাদে বৃদ্ধাকে কুপিয়ে খুন

author img

By

Published : Sep 7, 2019, 7:51 PM IST

বৃদ্ধাকে খুন

গড়বেতার তাঁতিচুয়া গ্রামে ডাইনি সন্দেহে প্রতিবেশী মহিলাকে কুপিয়ে খুন ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷

গড়বেতা, 7 সেপ্টেম্বর : গড়বেতার তাঁতিচুয়া এলাকায় ডাইনি অপবাদে এক বৃদ্ধাকে কুপিয়ে খুন করা হল৷ তাঁর নাম সরলা মাণ্ডি (65) ৷ এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে হপন মাণ্ডি নামে এক ব্যক্তি৷ গত বছর সাপের ছোবলে মৃত্যু হয় হপনের ছেলে সাহেবের৷ হপনের অভিযোগ, তাঁর ছেলেকে তুকতাক করে খুন করেছিল সরলা ৷ সেই থেকে সরলাকে খুন করার জন্য আগে কয়েকবার তাঁর উপর হামলা চালিয়েছিল হপন ৷

তাঁতিচুয়া গ্রামে গত 1 বছরে অস্বাভাবিক ভাবে তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে হপনের ছেলে সাহেব অন্যতম । সেই সময় গ্রামে গুণিনের কাছে ছেলের মৃতদেহ নিয়ে যায় হপন ৷ গুণিন জানায় সাহেবকে ডাইনি মেরে ফেলেছে ৷

হপন অভিযোগ করে প্রতিবেশী সরলাই তাঁর ছেলেকে মেরে ফেলেছে ৷ উল্লেখ্য, সরলার পরিবারের সঙ্গে হপনের পরিবারের দীর্ঘদিনের বিবাদ ৷ এ নিয়ে সেই সময় গ্রামে সালিশি সভা বসেছিল ৷ সভায় দোষী সাব্যস্ত হয় সরলাকে৷ সরলাকে জরিমানা করা হয়েছিল ।

সরলার ছেলে কালিপদ বলেন, " হপন মাণ্ডি ডাইনি সন্দেহে আমার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ৷ মা বাথরুমে যাওয়ার সময় হপন আক্রমণ করে ৷ গত বছর দুর্গা পূজার আগে সাপের ছোবলে হপনের ছেলের মৃত্যু হয় ৷ সেই থেকে হপন আমার মাকে সন্দেহ করছে ৷ আমি বাড়িতে ছিলাম না । আমার এক ভাইপো আমাকে ফোন করে বিষয়টি জানায় ৷ আমি বাড়ি ফিরে দেখি রক্তাক্ত অবস্থায় মা পড়ে আছে ৷ "

স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্য কানাই সিংহ বলেন, " তাঁতিচুয়া গ্রামে ডাইনি অপবাদে এক মহিলাকে খুনের ঘটনা ঘটেছে ৷ খুব শীঘ্রই আমরা ওখানে সচেতনতা শিবির করব ৷ যাতে মানুষের মন থেকে ভ্রান্ত ধারণা দূর হয় । " গড়বেতা তিন নম্বর ব্লকের BDO অভিজিৎ চৌধুরী বলেন, " একজন সাপের ছোবলে মারা গেছে । সেজন্য কাউকে ডাইনি অপবাদ দেওয়া ঠিক নয় । আমরা এখনও সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পারিনি ৷ "

Intro:গড়বেতায় ডাইনি সন্দেহে ষাটোর্ধ মহিলাকে কুপিয়ে খুন, গ্রেফতার 1, অভিযোগ মাস ছয়েক আগে বলে চালা সাপের কামড়ে মৃত্যু হয়েছে হপন মান্ডির ছেলের এবং সেই সাপ চেলেছে সরলা মান্ডি (65) , বিজ্ঞান মঞ্চের দাবি এই সব কুসংস্কার , আমরা ওখানে সচেতনতা শিবির করব l Body:গড়বেতায় ডাইনি সন্দেহে ষাটোর্ধ মহিলাকে কুপিয়ে খুন, গ্রেফতার 1, অভিযোগ মাস ছয়েক আগে বলে চালা সাপের কামড়ে মৃত্যু হয়েছে হপন মান্ডির ছেলের এবং সেই সাপ চেলেছে সরলা মান্ডি (65) , বিজ্ঞান মঞ্চের দাবি এই সব কুসংস্কার , আমরা ওখানে সচেতনতা শিবির করব l


পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার তাঁতিচুয়া গ্রামে শুক্রবার রাতে সরলা মান্ডি (65) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে হপন মান্ডি নামে এক যুবক l স্থানীয় সূত্রে জানা যায় এই তাঁতি চুয়া গ্রামে সাত আটমাস এর মধ্যে অস্বাভাবিক ভাবে তিনজনের মৃত্যু হয়েছে l শিমুলা মান্ডি, ধনা মান্ডি, সাহেব মান্ডি l হপন মান্ডির ছেলে সাহেব মান্ডির এক বছর আগে সাপের কামড়ে মৃত্যু হয় l গুনিনের কাছে গেলে গুনিন জানান ডাইনে খেয়েছে l একবছর আগে গ্রামে সালিশি সভা বসে l সালিশি সভায় সরলা মান্ডিকে দোষী সাব্যস্ত করে পাশাপাশি বাড়ি হওয়ায় কানাই ও হপন দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত l গ্রামের লোকেরা বসে তখনকার মতো সমস্যার সমাধান করে l

মৃত সরলা মান্ডির ছেলে কালিপদ মান্ডির অভিযোগ হপন মান্ডি ডাইনি সন্দেহে আমার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে l আমি বাড়িতে ছিলাম না, মা বাথরুমে যাওয়ার সময় হপন আক্রমণ করে l সাত আটমাস আগে আমার বউ আমার মাকে মারধর করে ডাইনি বলে l গতকালকে সাত-আট জন লোক মিলে ঘিরে ধরে, দুজন মিলে মাকে মারে l গত বছর দূর্গা পূজার আগে সাপের কামড়ে হপনের ছেলের মৃত্যু হয় l গুনিনের ঘরে গেলে বলে চালা সাপে কামড়েছে, সেই থেকে আমাদেরকে সন্দেহ করেছে এরা ডাইন l আমার অন্য এক ভাইপো আমাকে ফোন করে জানায় যে তোর মায়ের অসুবিধা তাড়াতাড়ি বাড়ি এসো l আমি বাড়িতে এসে দেখি রক্তারক্তি এবং হাড়গোড় ভাঙা অবস্থায় মা পড়ে আছে l
গ্রামের আরেক বাসিন্দা রুপাই মান্ডি জানান এক বছর আগে ডাইন বলে বিচার করা হয়েছিল সেই জন্যেই বোধ হয় মেরে দিয়েছে l পুলিশ এসেছিল অভিযুক্ত কে ধরে নিয়ে গেছে l ডাইন বলে কোন জিনিস আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন "আদিবাসী সমাজে ডাইন আছে l
স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্য কানাই সিংহ জানান শুনেছি ডাইনি সন্দেহে একটা ঘটনা ঘটেছে l খুব শীঘ্রই আমরা ওখানে সচেতনতা শিবির করব l যাতে মানুষের মনে ভ্রান্ত ধারণা টাকে দূর করা যায় সঠিক সত্যটা তুলে ধরা যায় l গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও অভিজিৎ চৌধুরী জানান একজনকে সাপে কামড়েছে, তাই অন্য জনকে ডাইনি সন্দেহ করা হবে এটা ঠিক নয় l ডাইনি অপবাদে তাকে খুন করা হয়েছে l আমরা এখনো সমস্ত মানুষকে সচেতন করে তুলতে পারিনি l উল্লেখ 2017 সালের নভেম্বর মাসে একই ভাবে ডাইনি সন্দেহে গড়বেতা তিন নং ব্লকের ফুলটুসা গ্রামের এক বৃদ্ধা কে মারধোর করা হয়েছিল lConclusion:গড়বেতায় ডাইনি সন্দেহে ষাটোর্ধ মহিলাকে কুপিয়ে খুন, গ্রেফতার 1, অভিযোগ মাস ছয়েক আগে বলে চালা সাপের কামড়ে মৃত্যু হয়েছে হপন মান্ডির ছেলের এবং সেই সাপ চেলেছে সরলা মান্ডি (65) , বিজ্ঞান মঞ্চের দাবি এই সব কুসংস্কার , আমরা ওখানে সচেতনতা শিবির করব l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.