ETV Bharat / state

Abhishek Brings TMC Honesty to Fore: তৃণমূলে সবাই চোর নয় প্রমাণে ‘সৎ’ নেতাদের সামনে আনলেন অভিষেক

author img

By

Published : Feb 4, 2023, 7:49 PM IST

শনিবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) কেশপুরের সভামঞ্চে তিনজনকে ডাকেন অভিষেক ৷ তাঁদের দেখিয়ে অভিষেক জানান, তৃণমূলের (Trinamool Congress) নেতারা সৎ ৷ আগামিদিনে সৎ ব্যক্তিরাই প্রার্থী হবেন ঘাসফুল প্রতীকে ৷

Abhishek Brings TMC Honesty to Fore
Abhishek Brings TMC Honesty to Fore

তৃণমূলে সবাই চোর নয় প্রমাণে ‘সৎ’ নেতাদের সামনে আনলেন অভিষেক

কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: বছরখানেক ধরে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ অধিকাংশ দুর্নীতিতেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার ৷ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন ৷ তার পর বিরোধীরা প্রচার শুরু করেছে যে তৃণমূলে সবাই চোর ৷ বিরোধীদের সেই দাবিকে শনিবার নস্যাৎ করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এখানেই না থেমে তৃণমূলের সততার জলজ্যান্ত উদাহরণ সকলের সামনে তুলে ধরলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ৷

সেখানে এদিন সভা ছিল অভিষেকের ৷ সেই সভায় ভাষণ পর্বের শেষদিকে অভিষেক মঞ্চে ডেকে নেন তিনজনকে ৷ একজন সাধারণ মানুষ ৷ বাকি দু’জনের একজন তৃণমূলের বুথ সভাপতি ও অন্যজন পঞ্চায়েতের সদস্য ৷ দু’দফায় এই তিনজনকে ডেকে অভিষেক বোঝানোর চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেসে সৎ নেতারা রয়েছেন ৷ আর আগামিদিনে সৎ লোকেরাই প্রার্থী হবেন ঘাসফুল প্রতীকে ৷

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে সমীক্ষা শুরু হতেই দুর্নীতির অভিযোগ ওঠে ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলও আসে ৷ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা আবাস যোজনায় দুর্নীতি করছেন বলে অভিযোগ তোলে বিরোধীরা ৷ কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনাও সামনে আসে ৷ সামগ্রিক ভাবে বাংলার শাসক দলের কাছে পুরো পরিস্থিতিই অস্বস্তিকর হয়ে ওঠে ৷ এদিন সেই প্রসঙ্গই তুলে ধরেন অভিষেক ৷ বলেন, ‘‘এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে, বাংলার সবাই চোর ৷ বিজেপি এমন ভাবে মানুষকে দেখান যে বাংলার মানুষের থেকে দুর্নীতিগ্রস্ত আর কেউ নেই ৷’’

তার পরই কেশপুর 11 নম্বর অঞ্চলের উঁচাহার গ্রামের বাসিন্দা শেখ হসিরুদ্দিনকে মঞ্চে ডাকেন অভিষেক ৷ জানান, ওই ব্যক্তি আবাস যোজনার ঘর পেয়েছিলেন ৷ কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন ৷ কারণ, ঘর করতে বাকি যে টাকা লাগবে, তা খরচ করলে তিনি মেয়ের বিয়ে দিতে পারবেন না ৷ অভিষেক জানান, ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সমর্থক নন ৷ কিন্তু এই সততার জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে ৷ শুধু তিনি বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন সৎ ব্যক্তিদের তৃণমূল প্রার্থী করবে বলেও তিনি জানিয়ে দেন ৷ পাশাপাশি পেশায় কৃষক ওই ব্যক্তিকে অভিষেক আশ্বাস দেন যে তাঁর (শেখ হসিরুদ্দিন) মেয়ের বিয়ের সমস্ত খরচ তিনিই (অভিষেক) দেবেন ৷

Abhishek Brings TMC Honesty to Fore
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে শেখ হাসিরুদ্দিন

এর পর অভিষেক মঞ্চে ডাকেন এক দম্পতিকে ৷ স্বামী অভিজিৎ দল বেরা গত দশ বছর ধরে তৃণমূলের বুথ সভাপতি ৷ আর স্ত্রী মঞ্জু দল বেরা কেশপুর গোলাড় গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷ অভিষেক জানান, মাটির বাড়ি থাকা সত্ত্বেও সরকারি বাড়ি প্রত্যাখ্যান করেছেন তাঁরা । কারণ, এই অভিজিৎবাবুর মায়ের নামেই সরকারি ঘর বরাদ্দ হয় । কিন্তু যেহেতু স্বামী বুথ সভাপতি এবং নিজে পঞ্চায়েত সদস্য তাই সততা বজায় রাখতে মঞ্জু এই বাড়ি প্রত্যাখ্যান করেন । মঞ্চ থেকেই অভিষেক জানিয়ে দেন যে এই পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিরাই তৃণমূলের গর্ব ৷

Abhishek Brings TMC Honesty to Fore
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ দল বেরা ও মঞ্জু দল বেরা

আরও পড়ুন: পাহারাদারের নাম অভিষেক, কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.