ETV Bharat / state

Didir Suraksha Kawach: কারও নকল করেন না, দলিত সম্প্রদায়ের কাউন্সিলরের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে দাবি জুনের

author img

By

Published : Mar 20, 2023, 7:19 AM IST

Updated : Mar 20, 2023, 12:36 PM IST

Didir Suraksha Kawach ETV BHARAT
Didir Suraksha Kawach

দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে দলিত সম্প্রদায়ের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন বিধায়ক জুন মালিয়া ৷ জানালেন তিনি কারও কপি করছেন না ৷ দলীয় কর্মসূচির অংশ হিসেবেই তাঁর এই মধ্যাহ্নভোজ ৷

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দলিত সম্প্রদায়ের কাউন্সিলের বাড়িতে মধ্যাহ্নভোজ জুন মালিয়ার

পশ্চিম মেদিনীপুর, 19 মার্চ: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে রবিবার মেদিনীপুর পৌরসভা এলাকায় যান বিধায়ক জুন মালিয়া ৷ সেখানে দলিত সম্প্রদায়ের তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি (MLA June Malia in Didir Suraksha Kawach ) ৷ তবে, এই মধ্যাহ্নভোজ কারও দেখাদেখি নয় বলে জানালেন মেদিনীপুরের বিধায়ক ৷ তাঁর মতে, যাঁরা মানুষের সমর্থন হারিয়েছেন, তাঁরাই এসব কথা বলে বেড়ান ৷ তবে, বিধায়ককে মধ্যাহ্নভোজ করিয়ে খুশি মেদিনীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টোটন শাসপিল্লি এবং তাঁর পরিবার ৷

চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি (Didir Suraksha Kawach in West Midnapore) ৷ সেই কর্মসূচিতে গিয়ে মেদিনীপুর পৌরসভার দলিত সম্প্রদায়ের কাউন্সিলরের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূল বিধায়ক ৷ সঙ্গে ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর ৷ আর সেখানেই খাওয়া-দাওয়া প্রসঙ্গে বিধায়কের সাফ কথা, "কে যে কার কপি করছে সেটা বোঝা দায় ৷" প্রসঙ্গক্রমে বলা যায়, রাজ্যে জনসংযোগ কর্মসূচিতে এবং ভোট প্রচারে এসে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন অনগ্রসর এবং দুস্থ মানুষের বাড়িতে ভোজনে যোগ দিয়েছেন ৷ সেই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপি সভাপতি জেপি নাড্ডা সকলেই আছেন ৷

আর সেই খাওয়া-দাওয়া নিয়ে প্রায় সময় কটাক্ষের সুর শোনা গিয়েছিল রাজ্যের শাসকদলের মুখে ৷ কিন্তু, এবার ঠিক সেই রকমই দৃশ্য মেদিনীপুর শহরের বড়তলা এলাকায় ৷ মেদিনীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া ৷ তিনি দিদির সুরক্ষা কবচের কর্মসূচিতে এলাকা মানুষের অভিযোগ শুনতে যান ৷ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন অভিনেত্রী-বিধায়ক ৷

আরও পড়ুন: মিড-ডে মিল রান্না করলেন ‘দিদির দূত’ মন্ত্রী প্রদীপ মজুমদার

12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টোটন শাসপিল্লির বাড়িতে 10-12 রকম পদ দিয়ে মধ্যাহ্নভোজ সারলেন তিনি ৷ মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পস্তো ৷ সঙ্গে মাছের কালিয়া, চাটনি, পাঁপড় মিষ্টি-সহ একাধিক পদ ৷ বিধায়ককে হাতপাখায় হাওয়া করে পাত পেরে খাওয়ালেন টোটন শাসপিল্লির স্ত্রী ৷

এই মধ্যাহ্নভোজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিরোধীরা প্রশ্ন করতে শুরু করেছে, বিজেপির জনসংযোগ কর্মসূচির কপি করছে তৃণমূল ৷ যদিও এই বিষয়ে জুন মালিয়ার জবাব, কে কার কপি করছে, কেউ জানে না ৷ তিনি অন্তত কারও কপি করতে আসেননি তাঁর বিধানসভা কেন্দ্রে ৷ তবে, মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর দল বিরোধী মন্তব্য নিয়ে মুখে কুলুপ এঁটেছে জুন মালিয়া ৷ শুধু জানালেন, এটা দলের ব্যাপার দল বুঝে নেবে ৷

Last Updated :Mar 20, 2023, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.