ETV Bharat / state

Christmas 2022: আগত বড়দিন, যীশুর জন্মদিনের অপেক্ষায় সাজছে নির্মল হৃদয় আশ্রম চার্চ

author img

By

Published : Dec 20, 2022, 10:40 PM IST

সামনেই বড়দিন (Christmas 2022)৷ মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চে তারই প্রস্তুতি চলছে জোরকদমে ৷ এখানে বড়দিন উপলক্ষে বসবে মেলাও ৷ তারও পসরা সাজাতে শুরু করেছেন ব্যবসায়ীরা ৷

ETV Bharat
বড়দিনের আগেই সাজছে মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম চার্চ

বড়দিনের অপেক্ষায় সাজছে মেদিনীপুর শহরের চার্চ

মেদিনীপুর, 20 ডিসেম্বর: করোনা বিপর্যয় কাটিয়ে আবার বড়দিনের আনন্দ ও মেলায় মাততে চলেছে মেদিনীপুরের চার্চ কর্তৃপক্ষ (Medinipur Nirmal Hriday Ashram Church Decoration Starts for Christmas Celebrations)। 35 বছরের পুরনো চার্চের মেলা নিয়ে উৎসাহিত স্থানীয়রা ৷ মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম চার্চে দেখা গেল বড়দিনের প্রস্তুতির ছবি ।

মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম স্কুলে রয়েছে একটি ক্যাথলিক চার্চ (Medinipur Nirmal Hriday Ashram Church)৷ দীর্ঘ 35 বছর ধরে সেখানে সাড়ম্বরে যীশুখ্রীষ্টের জন্মদিন পালিত হয়ে আসছে ৷ আগামী 24 ডিসেম্বর রাত বারোটার পর ক্যারলের মাধ্যমে এবারেও প্রভু যীশুকে স্মরণ করবেন খ্রীষ্টান ধর্মাবলম্বীরা ৷ এদিন সকলেই গানের মাধ্যমে ভগবানের কাছে সুখ-শান্তি-সমৃদ্ধির কামনায় প্রার্থনা করেন ৷ এরপর 25 ডিসেম্বর থেকে শুরু হয় বড়দিন উপলক্ষে মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমে চার্চের মেলা (Catholic Church in Medinipur)। সঙ্গে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ৷ এই মেলা ও অনুষ্ঠান দেখতে ভিড় জমান শহর ও জেলার মানুষজন ।

প্রায় পাঁচদিনব্যাপী চলে এই মেলা । করোনার জেরে দু'বছর সমস্ত রকমের অনুষ্ঠান ও মেলা থেকে বিরত ছিল চার্চ কর্তৃপক্ষ । এ বছর করোনা বিপর্যয় কেটে যেতেই আবার মেলার আয়োজনে ব্রতী হয়েছে চার্চের বর্তমান সদস্যরা ও কর্তৃপক্ষ । প্রায় 35 বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে চার্চ কমিটি । এখন তারই প্রস্তুতি চলছে জোরকদমে । একদিকে যেমন যীশুখ্রীষ্টের বিভিন্ন মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রং দিয়ে তাঁর জীবনীকে তুলে ধরার জন্য কাজ চলছে, অপরদিকে মেলার পসরা সাজাতে শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা ৷ এই বড়দিন উপলক্ষে আরেকদিকে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে চলছে নাচ-গানের প্রস্তুতিও ।

এই বিষয়ে ফাদার ভিনসেন্ট লোবো বলেন, "প্রভু যীশুর কাছে এবারে একটাই প্রার্থনা থাকবে এই মহামারী যেন আর কখনও না আসে এই জগতে । মানুষ যেন শান্তিতে বসবাস করে, সকল রোগ জ্বালা থেকে যেন মুক্তি পায় ।"

আরও পড়ুন : কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু একুশে, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.