ETV Bharat / state

ওষুধ থেকে খাবার, ফোন করলেই পৌঁছে দেবে মেদিনীপুর পৌরসভা

author img

By

Published : Apr 9, 2020, 12:40 PM IST

লকডাউনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ । তাই তাদের সমস্যার সমাধানে এগিয়ে এল মেদিনীপুর পৌরসভা । চালু করল হোম ডেলিভারী ব্যবস্থা ।

Medinipur Municipality
মেদিনীপুর পৌরসভা

মেদিনীপুর, 9 এপ্রিল : ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই মিলবে রান্না করা খাবার । মিলবে ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসও । গৃহবন্দী মানুষকে সাহায্য করতে এমনই উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা ।

লকডাউনে গৃহবন্দী মানুষ । নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা ঠিকই । কিন্তু সবসময় সেখানে জিনিস পাওয়া যাচ্ছে না । ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ । অন্যদিকে ওষুধের দোকানেও অনেক সময় মিলছে না জীবনদায়ী ওষুধ । আর তার ফল ভুগতে হচ্ছে ক্যানসার, কিডনির সমস্যায় আক্রান্তদের । মানুষের এই সমস্যাগুলিরই সমাধান বের করেছে মেদিনীপুর পৌরসভা ।

সহায়ক দল ও নগর জীবিকা কেন্দ্রের সহযোগে আজ থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করল মেদিনীপুর পৌরসভা । ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিলেই একদিকে মিলছে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে চাল, ডাল, ময়দা, তেল, নুন, সবজি-সহ নিত্য প্রয়োজনীয় জিনিস । অন্যদিকে মিলছে রান্না করা খাবারও । আর তার মেনুতে রয়েছে ডিম-ভাত, মাছ-ভাত, মাংস-ভাত । অর্ডার করার দু'ঘণ্টার মধ্যেই জিনিস পৌঁছে দিচ্ছেন সহায়ক দলের সদস্যরা । সকাল 8 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত অর্ডার নিচ্ছে পৌরসভা ।

মেদিনীপুর সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ জানান, "এই হোম ডেলিভারির মাধ্যমে অতি সহজে মেদিনীপুরাবাসীকে আমরা খাবার, শাক-সবজি, জীবনদায়ী ওষুধ-সহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেব । মানুষকে যাতে কোনও প্রয়োজনেই বাইরে বেরোতে না হয় তাই এই উদ্যোগ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.