ETV Bharat / state

Mamata Dig at Centre: 'বিজেপি কুইট ইন্ডিয়া', ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে 'কেন্দ্রের বঞ্চনা' নিয়ে সরব মমতা

author img

By

Published : Aug 9, 2023, 1:48 PM IST

Updated : Aug 9, 2023, 3:30 PM IST

Mamata Banerjee Dig at Centre: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির দিল্লির মসনদে থাকার কোনও অধিকার নেই বলে মত তাঁর ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম, 9 অগস্ট: বিজেপি কেন্দ্রের গদি ছাড়ো ৷ ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ঝাড়গ্রাম থেকে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনা 'কুইট ইন্ডিয়া' প্রসঙ্গকেও এ দিন একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

বিরোধীদের জোট ইন্ডিয়ার জন্মের পর থেকেই এই জোটকে আক্রমণের জন্য মহাত্মা গান্ধির 'কুইট ইন্ডিয়া' স্লোগানকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত কয়েকদিন ধরেই বারবার তাঁর মুখে একই কথা শোনা যাচ্ছে ৷ তিনি বলেন, "যেভাবে মহাত্মা গান্ধি বলেছিলেন কুইট ইন্ডিয়া, আজ স্লোগান হওয়া উচিত দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তোষণের রাজনীতি ভারত ছাড়ো ৷ কুইট ইন্ডিয়াই দেশকে রক্ষা করবে এবং আমাদের দেশকে উন্নত করবে ৷" বুধবার ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতেও মোদির গলায় শোনা যায় সেই একই কটাক্ষের বাণী ৷

তাঁর নাম না করলেও ঝাড়গ্রাম থেকে যেন প্রধানমন্ত্রীর সেই কটাক্ষেরই পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এ দিন বলেন, "ওরা বলছে কুইট ইন্ডিয়া ৷ আমাদের তাড়াবার দরকার নেই ৷ আমি এ দেশের লোক ৷ ওটা একটা আন্দোলন ৷ ওরা গান্ধিজিকে ভুলে গিয়েছে ৷ গান্ধিজি বলেছিলেন, ইংরেজ ভারত ছাড়ো ৷ এটা তাঁর স্বপ্ন ছিল ৷ ইংরেজদের ভারত ছাড়া করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা ৷ আমরা স্বাধীনতা চেয়েছিলাম ৷"

মুখ্যমন্ত্রী এ দিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে বলেন, "আমাদের একটাই দুঃখ । কেন্দ্রে এমন একটা সরকার চলছে, যারা 100 দিনের কাজের টাকা দেয় না । আমাদের 7 হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, দিচ্ছে না । গরিব লোকেদের ওরা ভাতে মারার চেষ্টা করছে । কোনও সরকারি প্রকল্পের রাস্তা করে দিচ্ছে না । আমরা নিজেদের টাকা দিয়ে উন্নয়ন করছি । রাস্তা করছি ৷ এ বার 100 দিনের কাজও করব ৷ খেলা হবে ৷"

আরও পড়ুন: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করার ডাক দিয়েছেন ৷

তিনি বলেন, "কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে ৷ ইংরেজদের বলেছিলাম ভারত ছাড়ো ৷ কেন্দ্রীয় সরকারকে বলছি বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো ৷ বিজেপি কুইট ইন্ডিয়া ৷ তোমাদের মসনদে থাকার অধিকার নেই ৷ দলিতদের উপর অত্যাচার হচ্ছে ৷ মেরে অত্যাচার করছে ৷ এনকাউন্টারে মানুষ মারছে ৷ মণিপুর জ্বলছে ৷ কেন্দ্রের হেলদোল নেই ৷ জাতিদাঙ্গা বাধিয়ে ভাবছে দেশকে টুকরো টুকরো করে দেব ৷"

এ দিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "যতটা বকেন প্রধানমন্ত্রী, তার এক অংশও করে দেখান না ৷" মমতার প্রশ্ন, "ভোটের সময় রেশন দেন, এখন বন্ধ কেন ? ভোট এলেই সেন্ট্রালে ডিএ বাড়ায় ৷ রাজ্যের চাকরির আলাদা পলিসি ৷ রাজ্যের টাকা না দিয়ে মুষ্টিমেয় লোকেদের টাকা দিচ্ছে, আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না ৷" মুখ্যমন্ত্রীর কথায়, "বিট্রে করেছে বিজেপির সরকার ৷ এই সরকারকে হঠানোই আমাদের একমাত্র উদ্দেশ্য ৷"

Last Updated :Aug 9, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.