ETV Bharat / state

Locals Beaten Suspected Thief: চোর সন্দেহে গণধোলাই, অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ

author img

By

Published : Sep 5, 2022, 3:02 PM IST

Locals Beaten Suspected Thief in Daspur of Paschim Medinipur
Locals Beaten Suspected Thief: চোর সন্দেহে গণধোলাই, অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে গেল পুলিশ

আবারও গণপিটুনির অভিযোগ ৷ এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুর (Daspur) ৷ চোর সন্দেহে এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল (Locals Beaten Suspected Thief) স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷

দাসপুর, 5 সেপ্টেম্বর: চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি (Locals Beaten Suspected Thief) দেওয়ার অভিযোগ উঠল ৷ সোমবার ভোরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরে (Daspur) ৷ অভিযোগ, চোর সন্দেহে ধৃত ব্যক্তিকে মেরে কার্যত আধমরা করে দেওয়া হয় ৷ পরে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে ৷

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই দাসপুরের সোনাখালি এলাকায় চুরির ঘটনা ঘটছিল ৷ ফলে গ্রামবাসী আগে থেকেই খেপে ছিলেন ৷ এই এলাকারই বাসিন্দা রাজু পণ্ডিত ৷ পেশায় ব্যবসায়ী ৷ তাঁর একটি মুড়ি ভাজার কারখানা রয়েছে ৷ সোমবার ভোরে তাঁর সেই কারখানা থেকে এক ব্যক্তিকে পাকড়াও করা হয় ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি মুড়ির কারখানার ভিতর ঢুকে চুরি করছিলেন ৷ সেই সময়েই তাঁকে হাতেনাতে ধরা হয় ৷

আরও পড়ুন: নেশার টাকা জোগাড় করতে চোরাই মাল কেনাবেচা ! অভিযুক্তকে গণপিটুনি স্থানীয়দের

তবে, এই ঘটনার পর সবার আগে পুলিশে খবর দেওয়া উচিত ছিল ৷ কিন্তু, তা না করে এলাকাবাসী আইন হাতে তুলে নেন ৷ অভিযুক্তকে বেঁধে শুরু হয় মার ৷ ক্রমে ভিড় বাড়তে থাকে ৷ একইসঙ্গে বাড়তে থাকে কিল, চড়, ঘুসি, লাথি ৷ এই খবর কোনওভাবে পৌঁছে যায় দাসপুর থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তারাই অভিযুক্তকে উদ্ধার করে ৷ দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

পুলিশ সূত্রে বলা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি সত্যিই চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তা তদন্তসাপেক্ষ ৷ তারা বিষয়টি খতিয়ে দেখছে ৷ কিন্তু, কারণ যাই হোক, কোনও অবস্থাতেই কি কাউকে এভাবে বেঁধে গণপিটুনি দেওয়া যায় ৷ এ নিয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ শেষ পাওয়া খবর অনুসারে, গণপিটুনির ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি ৷ তবে, তদন্ত শুরু হয়েছে ৷ সব দিক খতিয়ে দেখার পরই এই বিষয়ে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

উল্লেখ্য, সম্প্রতি ডেবরায় এক তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে ৷ তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল ৷ তারও আগে দাসপুরে এক যুগলকে গাছে বেঁধে হাতের সুখ মেটাতে দেখাতে যায় প্রতিবেশীদের ৷ সেই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে নীতিপুলিশগিরি করারও অভিযোগ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.