ETV Bharat / state

TMC Candidate List : নাম নেই প্রার্থী তালিকায়, কেঁদে ভাসালেন ক্ষীরপাইয়ের তৃণমূল নেতা

author img

By

Published : Feb 5, 2022, 9:52 AM IST

টাকা নিয়ে দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার অভিযোগ এনেছেন ক্ষীরপাই শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ (TMC leader of khirpai) ৷

Bengal Civic Poll
প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসালেন ক্ষীরপাইয়ের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি

ক্ষীরপাই, 5 ফেব্রুয়ারি : ক্ষীরপাই পৌরসভার ভোটের (Khirpai Municipality Election) জন্য শুক্রবার ঘোষিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ৷ আর সেই তালিকা দেখে ফেসবুক লাইভে এসে কেঁদে ভাসালেন ক্ষীরপাই শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ ৷ কারণ প্রার্থী তালিকায় তাঁর নাম নেই (Khirpai TMC leader breaks into tears for not having name in candidate list) ৷

ফেসবুকে একটি পেজ রয়েছে এই তৃণমূল নেতার ৷ 'তাপস ঘোষ ফ্যান ক্লাব' নামের ওই অ্যাকাউন্ট থেকেই লাইভে আসেন তৃণমূল নেতা ৷ তারপরেই কাঁদতে কাঁদতে দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ৷ দলের প্রার্থী তালিকায় নিজের নাম থাকবে এমনটাই আশা করেছিলেন তাপস, তাঁর ফেসবুক লাইভের বক্তব্যে তা স্পষ্ট । ক্ষোভের সুরে বলেন, "আমি চাই দল বাঁচুক ৷ কিন্তু দল করেছি বলে এই নয় যে আমরা কুকুর ৷ দলকে বাঁচানোর চেষ্টা করেছি ৷ টাকার জন্য দল চলে, কিন্তু আমার সেই সামর্থ্য নেই ৷ তাই আমি টিকিট পেলাম না ৷ আগামী দিনে হয়ত দলের পাশে থাকতে পারব না ৷"

প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসালেন ক্ষীরপাইয়ের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি

আরও পড়ুন : দলের প্রার্থী তালিকা দেখে মর্মাহত, নির্বাচনী কমিটির আহ্বায়ক পদ ছাড়ার ঘোষণা অখিলের

ক্ষীরপাই শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ এলাকায় পুরানো তৃণমূল কর্মী বলেই পরিচিত । এর আগে চন্দ্রকোনা 1 ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন তিনি ৷ ঘটনায় দলের অন্দরে যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.