ETV Bharat / state

মিষ্টিমুখ করিয়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অভিষেক টিমের

author img

By

Published : Jul 6, 2021, 5:57 PM IST

garbeta
মিষ্টিমুখ করিয়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অভিষেক টিমের

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম । গড়বেতায় গাড়ি চালকদের মিষ্টিমুখ করিয়ে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব । পাশাপাশি পালন করা হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচিও ।

গড়বেতা, 6 জুলাই : কয়েকদিনে অনেকটাই মহার্ঘ হয়েছে পেট্রল-ডিজেলের দাম । পেট্রল-ডিজেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও মহার্ঘ হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে । তাই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম । গড়বেতায় গাড়ি চালকদের মিষ্টিমুখ করিয়ে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব । প্রতিবাদ জানায়, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লক যুব তৃণমূল । মঙ্গলবার চন্দ্রকোণা শহরের 5 নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে পদযাত্রার মাধ্যমে চন্দ্রকোণা রোড সংলগ্ন শহরের এক পেট্রল পাম্পের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় । পাশাপাশি যে সকল ব্যক্তিরা পেট্রল পাম্প তেল নিতে আসছিলেন তাদেরকেও মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায় পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয় ।

শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড়ে পথ চলতি ট্রাক, ছোটগাড়ি আটকে চালকদের মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাল ব্লক যুব তৃণমূল নেতৃত্ব । উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডল সহ অন্যান্য ব্লক তৃণমূলের সদস্যরা । এদিন যুব তৃণমূল সভাপতি সাগর মণ্ডল বলেন, "দেশবাসী এখনও মোদির ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছেন । যেখানে পেট্রল সেঞ্চুরি করে ফেলেছে সেখানে মোদিকে সমর্থন করেছেন দেশবাসী । তাই দেশবাসীর ঘুম ভাঙানোর জন্য আমাদের এই অভিনব প্রতিবাদের জন্যই আমরা পথে নামলাম । মানুষকে মিষ্টিমুখ করিয়ে ঘুম ভাঙানোর আর্জি এবং একসঙ্গে প্রতিবাদ করার আবেদন রাখলাম । আমরা মানুষকে বলতে চাই এই শাসনের নামে শোষণ অবিলম্বে বন্ধ করুক মোদি সরকার । অবিলম্বে পেট্রল-ডিজেলের দাম কমানো হোক । নাহলে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

মিষ্টিমুখ করিয়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অভিষেক টিমের

আরও পড়ুন: দুষ্কৃতীর হাতে কামড় দিয়েই দৌড়, পালিয়ে বাঁচল অপহৃত বালিকা

প্রসঙ্গত কয়েকদিন ধরেই পেট্রল-ডিজেল সঙ্গে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে দেশে । একদিকে কড়া-বিধিনিষেধ আর তার জেরে অগ্নিমূল্য জিনিসপত্রের দাম । এরকম অবস্থায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আমজনতার কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.