ETV Bharat / state

চন্দ্রকোণায় পুকুরপাড়ের মাটি খুঁড়তেই আগ্নেয়াস্ত্র উদ্ধার

author img

By

Published : Jul 11, 2021, 8:00 PM IST

একশো দিনের কাজে মাটি কাটার সময় পুকুরপাড়ে মাটির নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোণার সনপুর গ্রামে । রবিবার সকালের দিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সনপুর গ্রামের বামুনগেড়ে পুকুরের দক্ষিণ পাড়ে একশো দিনের কাজ শুরু হয় ৷ সেই সময় পুকুরপাড়ের মাটি খুঁড়তেই আগ্নেয়াস্ত্রটি দেখতে পান শ্রমিকরা ৷

fire-arms-recover-from-pond-side-in-chandrakona-west-medinipur
চন্দ্রকোণায় পুকুরপাড়ের মাটি খুঁড়তেই আগ্নেয়াস্ত্র উদ্ধার

চন্দ্রকোণা, 11 জুলাই : একশো দিনের কাজে পুকুরের মাটি কাটার সময় পাড় থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ দেশি আগ্নেয়াস্ত্রটি ওয়ান শটার পিস্তল বলে জানা গিয়েছে । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 1 নং ব্লকের লক্ষ্মীপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের সনপুর গ্রামের ঘটনা ৷ রামজীবনপুর ফাঁড়িতে খবর দেওয়া হলে, পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

একশো দিনের কাজে মাটি কাটার সময় পুকুরপাড়ে মাটির নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোণার সনপুর গ্রামে । রবিবার সকালের দিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সনপুর গ্রামের বামুনগেড়ে পুকুরের দক্ষিণ পাড়ে একশো দিনের কাজ শুরু হয় ৷ শ্রমিকদের দিয়ে পুকুরের মাটি কাটার কাজ চলছিল ৷ সেই সময় পুকুরপাড়ের মাটির খুঁড়তেই ওই দেশি ওয়ান শটার পিস্তলটি দেখতে পান একশো দিনের কাজের শ্রমিকরা ।

তাঁরা সেখানে উপস্থিত আধিকারিককে বিষয়টি জানালে, তিনি তা গ্রাম পঞ্চায়েতে জানায় ৷ এর পরেই গ্রাম পঞ্চায়েতের তরফে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে । খবর পেয়ে পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আগ্নেয়াস্ত্রটি বহু পুরনো বলে অনুমান তাঁদের ৷ দীর্ঘ দিন মাটির তলায় থাকায় মরচে ধরে ক্ষয়ে গিয়েছে সেটি । কীভাবে ওই জায়গায় পিস্তল আসল তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : ডাকাতির আগেই পুলিশের জালে চার দুষ্কৃতী

প্রসঙ্গত একসময় কেশপুরের মাটি খুঁড়ে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার হত । আগ্নেয়াস্ত্র উদ্ধার হত জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও শালবনি এলাকায় । সেই সময় কেটে গিয়েছে ৷ পরবর্তীকালে 2011 বিধানসভা নির্বাচনের পর আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে শুরু করে মেদিনীপুর শহরের গুড়গুড়িপাল থানার মণিদহ এলাকায় । এবার একশো দিনের কাজ করতে গিয়ে পিস্তল উদ্ধার হল চন্দ্রকোণায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.