ETV Bharat / state

জোড়া অস্ত্রোপচারের পরও বাঁচল না মেয়ে, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ পরিবারের সদস্যদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 2:06 PM IST

Medical Negligence Complaint: রবিবার সকালেই মেয়ের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিল পরিবার ৷ সঠিক চিকিৎসার জন্য মন্ত্রীর দ্বারস্থও হন মা ৷ কিন্তু রাতেই মৃত্যু হল 13 বছরের কিশোরীর ৷ হাসপাতালে বিক্ষোভ দেখাল ৷

Etv Bharat
জোড়া অস্ত্রোপচারের পরও বাঁচল না মেয়ে

চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ পরিবারের

পশ্চিম মেদিনীপুর, 11 ডিসেম্বর: রবিবারই মেয়েকে বাঁচাতে চিকিৎসার অভিযোগ তুলে মন্ত্রীর হাত-পায়ে পরেছিলেন মা রীনা রায় ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ জোড়া অস্ত্রোপচারের ধকল নিতে পারল না 13 বছরের কিশোরী ৷ রাতেই ঢলে পড়ল মৃত্যুর কোলে ৷ কাঠগড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতার আত্মীয়রা ৷ বিশৃঙ্খলা রুখতে হাসপাতাল চত্বরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

মৃতার আত্মীয় নীলু রাণা ও প্রতিমা প্রামাণিকের অভিযোগ, মেয়ের মারা গিয়েছে তা প্রথমে জানানো হয়নি ৷ কোনওরকম পরীক্ষা ছাড়াই কী করে চিকিৎসক অস্ত্রোপচার করলেন তার জবাব দিতে হবে ৷ চিকিৎসার গাফিলতির জন্য সুপ্রিয়া মারা গিয়েছে ৷ চিকিৎসকের কড়া শাস্তি চাই ৷

বিজেপির জেলা সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, "রোগীর মৃত্যু হয়েছে অনেক আগেই। আমরা আসার পর হাসপাতালের তরফ থেকে রোগীর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয় ৷ মেদিনীপুর হাসপাতাল শ্মশানে পরিণত হয়েছে। তাই বিনা কারণে রোগীদের মৃত্যু হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।"

মেদিনীপুর শহর কালগাং এলাকার বাসিন্দা মা রীনা রায় ও বাবা রিঙ্কু রায়ের মেয়ে সুপ্রিয়া রায় অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত শুক্রবার । সেদিনই রাতে তড়িঘড়ি মেয়ের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় বলে অভিযোগ মায়ের ৷ তিনি জানান, হাসপাতালে মেয়েকে ভর্তি করানোর সময় এত খারাপ অবস্থা ছিল না ৷ কোনও রকম পরীক্ষা না করিয়েই চিকিৎসক অপারেশন করে বলে অভিযোগ ৷ এরপর শনিবার সকালে ফের মেয়ের অপারেশন হয় ৷ তখন চিকিৎসক জানান, রক্ত বন্ধ হচ্ছে না ৷ আইসিইউতে মেয়ের অবস্থা আশঙ্কাজনক ৷

এদিকে এদিনই, জঙ্গলমহল ঝাড়গ্রামের লালগড়ের ধরমপুরের হরিনা গ্রামে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আহত হয় একই পরিবারের চারজন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু ও হয়। সেই ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রীকে কাছে পেয়ে মেয়েকে বাঁচাতে কাকুতিমিনতি জানায় পরিবার ৷ মন্ত্রীও আশ্বাস দেন সুপারের সঙ্গে কথা বলবেন, যাতে ভালোভাবে চিকিৎসা হয় ৷ কিন্তু প্রতিশ্রুতিই সার ৷ সন্ধ্যে নাগাদ মেয়ের মৃত্যুর খবর পায় পরিবার।

আরও পড়ুন

1. বিস্বাদ রসগোল্লা ! মিষ্টির দোকান লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, আহত ক্রেতা

2. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

3. পিকনিকে গিয়ে অঘটন! স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু শিক্ষক ও আরেক ছাত্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.