ETV Bharat / state

লটারি কেটে কোটিপতি প্রাক্তন মাওবাদী

author img

By

Published : Jan 23, 2021, 3:26 PM IST

ex maoist won one crore lotery
লটারি কেটে কোটিপতি

সিনেমার গল্প নয় ৷ কোনও যাত্রাপালাও নয় ৷ রিয়েল ৷ প্রাক্তন মাওবাদী লটারি কেটে কোটিপতি হলেন ৷ এই ঘটনাই ঘটল ঝাড়গ্রামে ৷

ঝাড়গ্রাম, 23 জানুয়ারি : "একটা লটারির টিকিট দেখিয়ে বাবাকে বলেছিলাম, যদি মিলে যায়, ঘুচিয়ে দেব সব দুঃখ দুর্দশাকে ৷ বাবা ম্লান হাসি হেসে বলেছিল, তুই আর কোনও মিছে স্বপ্ন দেখাসনে । এ কোনওদিন হবার নয়।" বাংলাদেশি কবি মোল্লা সালেহ-র ইচ্ছা পূরণ হয়নি ৷ কিন্তু ইচ্ছা পূরণ হল প্রাক্তন মাওবাদী যোগেশ্বরের ৷ লটারি কেটেই কোটিপতি হলেন প্রাক্তন এই মাওবাদী ৷ বর্তমানে রাজ্য পুলিশের স্পেশাল হোম গার্ডে কাজ করেন যোগেশ্বর বেশরা । এখন সেই টাকা দিয়ে মাটির ঘর পাকা করবেন তিনি ৷ হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরেছে । বৃহস্পতিবার ডিয়ার লটারির সকালের খেলার 150 টাকা দিয়ে 30 টাকা দামের এক সিরিজের 5 ঘর টিকিট কেটেছিলেন ৷ ঝাড়গ্রাম থানার হোম গার্ডে কাজ করেন প্রাক্তন মাওবাদী যোগেশ্বর বেশরা ও তাঁর সহকর্মী ভবেষ মান্ডি ।

শুক্রবার আর পাঁচটা সাধারণ দিনের মতো থানায় ফিরে নিজের ব্যারাকে চলে যান যোগেশ্বর । দুপুরে ডিউটি না থাকায় এক বন্ধুর সঙ্গে জঙ্গলমহল উৎসব দেখতে যান ৷ জামদা এলাকার একটি স্থানীয় লটারির দোকানে ডিয়ার লটারি খেলার ফলাফল দেখে হতভম্ভ হয়ে যান যোগেশ্বর । এযেন সিনেমার গল্প রিয়েলে ৷ নিজেকে সামলে কাউকে কিছু না বলে বন্ধুর সঙ্গে ঝাড়গ্রাম থানার পুলিশ ব্যারাকে ফিরে নিজের রুমে চলে আসেন । তবে যোগেশ্বরের লটারি জেতার খবর চাউর হয়ে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ ব্যারাকে ৷ ঝাড়গ্রাম থানার আইসি তাঁর লটারি জেতার খবর জানতে পেরে তাঁকে সাবধানে থাকার পরামর্শ দেন ।

যোগেশ্বর বেশরার বাড়ি ওড়িশা বর্ডার সংলগ্ন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত কেন্দুগাড়ি গ্রাম পঞ্চায়েতের রেহেড়াঘুটু গ্রামে । যোগেশ্বর তাঁর বাবা, মা এবং দাদা এবং এক মেয়ের সঙ্গে যৌথ পরিবারে থাকেন । নুন আনতে পান্তা ফুরোয় যোগেশ্বরের মতো আরও অনেকের ৷ পেটের আগুন একদিন তাঁর মনেও বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল ৷ একসময় অস্ত্র হাতে নিয়ে ভেবেছিলেন পালটাতে পারবেন নিজের আর পরিবারের ভবিষ্যৎ ৷ কিন্তু না, বন্ধুকের নলে সমাজ পালটায়নি ৷ আর তাই শেষে ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবন স্রোতে ৷ সরকারের দেওয়া থানায় হোম গার্ডের চাকরি পান ৷ মোটা ভাত-কাপড়ের অভাব দূর হয় ৷ কিন্তু মাটির বাড়ি পাকা করার স্বপ্ন ছিল বহুদিনের ৷ আর সে স্বপ্ন যে এভাবে পূরণ হবে ভাবতেও পারেননি ৷ যোগেশ্বরের এক কোটি টাকা লটারি জেতায় খুশি তাঁর পরিবারের লোকজন ও সহকর্মীরা ৷

যোগেশ্বর জানান, বাম আমলের সময় মাওবাদী কার্যকলাপের সঙ্গে তাঁর নাম জড়িয়ে যায় । ওড়িশা রাজ্যের শুলিয়াপাড়া থানায় তিনটি মামলা রুজু হয়েছিল তাঁর নামে । এরপর বেঙ্গালুরু পালিয়ে যান যোগেশ্বর ৷ তারপর মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুলস্রোতে ফেরানোর জন্য রাজ্য সরকারের বিশেষ প্যাকেজে 2014 সালে স্পেশাল হোম গার্ডের চাকরি পান । লটারিতে কোটিপতি হয়ে অবাক যোগেশ্বর ৷ তবে এবার প্রথম নয়, এর আগেও 45 হাজার টাকা লটারিতে জিতেছিলেন তিনি । কিন্তু এই প্রথম লটারিতে কোটি টাকা জিতলেন । যোগেশ্বর বলেন, ‘‘আমার খুব ভালো লাগছে । আমার বেশি কিছু স্বপ্ন নেই । শুধু আমার মাটির বাড়িটি পাকা করতে চাই । কিছু চাষের জমিও কিনতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.