ETV Bharat / state

Dilip Ghosh: গান্ধিঘাটে '250 মৃত বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনায়' তর্পণ দিলীপ ঘোষের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 3:21 PM IST

রাজনৈতিক হিংসার বলি প্রায় 250 জন বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ এদিন গান্ধিঘাটে তর্পণ করেন তিনি ৷

Etv Bharat
তর্পণ করলেন দিলীপ ঘোষ

মৃত বিজেপি কর্মীর আত্মার শান্তি কামনায় তর্পণ দিলীপ ঘোষ

মেদিনীপুর, 14 অক্টোবর: রাজ্যে মৃত অন্তত '250 জন বিজেপি কর্মীর' আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ শনিবার দলীয় কর্মসূচিতে মেদিনীপুরে গিয়েছিলেন তিনি ৷ মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান (তৃণমূল) সৌমেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৷ তর্পণের জন্য যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেসব খতিয়ে দেখেন ৷ সেখানেই গন্ধিঘাটে তর্পণ করে কুড়মিদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷

এদিন গান্ধিঘাটে তর্পণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ । সাংবাদিকদের বলেন, "এই জেলায় প্রায় 6 জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন ৷ তাঁদের আত্মার শান্তি কামনায় আজ তর্পণ করলাম । একইসঙ্গে গোটা রাজ্যে 250 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে রাজনৈতিক হিংসার কারণে ৷ তাঁদের আত্মার শান্তিতেও তর্পণ করলাম ।" পাশাপাশি দিলীপ ঘোষ আরও উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগে যাঁদের অকাল মৃত্যু হয়েছে তাঁদের উদ্দেশ্যেও তিনি তর্পণ করলেন । রেল দুর্ঘটনা থেকে শুরু করে ভূমিকম্প এবং প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধে নিহত মানুষদের শান্তি কামনাও করেছেন ৷

আরও পড়ুন: মহালয়া শুভ না অশুভ! তর্ক ছেড়ে জানুন আসল তথ্য

মহালয়ার তর্পণ শেষে তিনি ফিরে আসেন রাজনৈতিক প্রসঙ্গে ৷ কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য সরকারে আক্রমণ শানান তিনি ৷ শাসকদলকে কটাক্ষের সুরেই বলেন, "রাজ্যে তৃণমূলের ডবল স্ট্যান্ডার্ড রাজনীতিতে চলছে ৷ তারা একদিকে উপজাতি সম্প্রদায়ের মানুষকে ওবিসি না-বানিয়ে তাদের অধিকার সংরক্ষণের আশ্বাস দিচ্ছে । অন্যদিকে, কুড়মিদের উপজাতি সম্প্রদায়ভুক্ত করে সুযোগসুবিধা পাইয়ে দেওয়ার কথা বলছে । এই ডাবল স্ট্যান্ডার্ড পলিসি চালাতে গিয়েই সরকার সমস্যায় পড়ছে ৷ রাজ্যে একপ্রকার খিচুড়ি রাজনীতি চলছে বলে উল্লেখ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । এদিন তর্পণের পর খড়গপুরের ইন্দাতে বস্ত্র বিতরণের উদ্দেশ্যে রওনা দেন ৷ এদিন কর্মসূচি শেষে আগামিকাল ফিরে আসবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন: শুরুর দিকে খটখটে পুজোর শেষে হালকা বৃষ্টির সম্ভাবনা, পড়ুন বিস্তারিত পূর্বাভাস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.