ETV Bharat / state

Dilip Ghosh : ভবানীপুরে অশান্তি হলে মুখ পুড়বে রাজ্যের, কটাক্ষ দিলীপ ঘোষের

author img

By

Published : Sep 29, 2021, 4:20 PM IST

dilip ghosh comment on bhabanipur by-poll during his two days medinipur visit
Dilip Ghosh : ভবানীপুরে অশান্তি হলে মুখ পুড়বে রাজ্যের, কটাক্ষ দিলীপ ঘোষের

ভবানীপুর উপনির্বাচনে অশান্তি হলে মুখ পুড়বে রাজ্যের ৷ কটাক্ষ দিলীপ ঘোষের ৷ দু’দিনের কর্মসূচি হাতে নিয়ে বুধবার মেদিনীপুরে আসেন বিজেপি-র সাংসদ ৷ এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি ৷

মেদিনীপুর, 29 সেপ্টেম্বর : মেদিনীপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে ভবানীপুর উপনির্বাচন (Bhabanipur By-Poll) নিয়ে কটাক্ষ করেন বিজেপি-র জাতীয় সহাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ একইসঙ্গে, রাজ্যবাসীর জলযন্ত্রণার জন্যও সরকারকে দায়ী করেন তিনি ৷ দিলীপের অভিযোগ, স্রেফ ভোটের তাগিদেই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করা হচ্ছে ৷ ক্লাবগুলিকেও টাকা দেওয়া হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য ৷ অথচ ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে যে মানুষ বঞ্চিত হচ্ছে, সেই হুঁশ নেই সরকারের ৷

আরও পড়ুন : Minakshi Mukherjee: 'সাপ্লি' দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন মমতা, তোপ মীনাক্ষীর

বুধবার মেদিনীপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, ভবানীপুরে ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে ? জবাবে দিলীপ বলেন, ‘‘আশা করব নির্বাচন শান্তিপূর্ণ হবে ৷ কারণ, ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের এলাকা ৷ আর সেখানেই উপনির্বাচন হচ্ছে ৷ তবে পশ্চিমবঙ্গে ভোট পুরোপুরি শান্তিপূর্ণ হয় না ৷ এবারও তেমনটা হলে রাজ্যের মুখ পুড়বে ৷’’

ইতিমধ্যেই ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে তৃণমূলের কর্মী, সমর্থক এবং পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন বিজেপি-র প্রার্থী-সহ নেতা, কর্মীরা ৷ দিলীপের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভয় পেয়েছেন ৷ হারের ভয়েই বিজেপি-কে প্রচার করতে দিতে চাননি তিনি ৷ বিজেপি ভবানীপুরে তৃণমূলকে জোর টক্কর দেবে বলেই মনে করেন দিলীপ ৷ যা তৃণমূল কংগ্রেসের কাছে আশাতীত ৷ আর সেই কারণেই নাকি এত আশঙ্কা এবং বিরোধ ৷

ভবানীপুরে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলেই আশাবাদী দিলীপ ঘোষ ৷

এদিকে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের নানা প্রান্ত ৷ জমা জলে নাকাল রাজ্যবাসী ৷ সবথেকে শোচনীয় বিষয় হল, গত কয়েক দিনে বারবার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ ভবানীপুরের হাইভোল্টেজ ভোটের আগ এমন ঘটনা নিঃসন্দেহে উদ্বেগ বাড়িয়েছে শাসকশিবিরের ৷ যা নিয়ে এদিন মুখ খুলেছেন দিলীপও ৷ তাঁর বার্তা খুবই স্পষ্ট ৷ দিলীপের বক্তব্য, জমা জল দ্রুত নিষ্কাষণ করার মতো পরিকাঠামোই নেই ৷ রক্ষণাবেক্ষণের অভাবে নিকাশির বেহাল দশা ৷ উপরন্তু, যেখানে-সেখানে বিদ্যুতের তার খুলে পড়ে রয়েছে ৷ অথচ সেসব দিকে কারও হুঁশ নেই ৷ প্রাণ দিয়ে যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে ৷ অথচ রাজ্য সরকার মেতে রয়েছে দান, খয়রাতিতে ৷ লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমোহিনী প্রকল্প আদতে যে ভোট পাওয়ার রাস্তা, তাও চাঁচাছোলা ভাষায় বলেছেন দিলীপ ৷ তাঁর মতে, এর থেকে নাগরিক পরিষেবা সুষ্ঠু করা অনেক বেশি জরুরি ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন

দু’দিনের কর্মসূচি হাতে নিয়ে বুধবার মেদিনীপুরে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ সকালে খড়্গপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেখান থেকে আসেন মেদিনীপুরে ৷ দুপুর থেকেই এখানে একাধিক কর্মসূচি সারেন দিলীপ ৷ বৃহস্পতিবারও মেদিনীপুরেই থাকবেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.