Garhbeta Gang Rape Case: শৌচকর্মে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা ! গ্রেফতার 5 অভিযুক্তের পুলিশি হেফাজত

author img

By

Published : Sep 18, 2022, 8:52 PM IST

Court orders police custody to five accused of Garhbeta Gang Rape Case

গড়বেতা থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে (Garhbeta Gang Rape Case) । ধৃতদের মধ্যে একজন নাবালক । প্রত্যেককেই 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত (District Judges Court) ।

গড়বেতা, 18 সেপ্টেম্বর: ফের পশ্চিম মেদিনীপুর জেলায় গণধর্ষণের অভিযোগ (Garhbeta Gang Rape Case) । গড়বেতা থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

মাস খানেক আগেই ডেবরায় গণধর্ষণের ঘটনা ঘটেছিল । এরপর একই অভিযোগ ওঠে আনন্দপুর থানা এলাকাতেও । এবার ফের গণধর্ষণের অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানা এলাকাতে । বৃহস্পতিবার রাতে মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল 13 বছরের এক নাবালিকা । সে সময় মাঠের মধ্যেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

শুক্রবার সকালে ওই নাবালিকা অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যদের কাছে গোটা বিষয়টি জানায় সে । দুপুরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে । অপরদিকে, বাড়ির মেয়ের মুখে গোটা ঘটনা শুনে শুক্রবার বিকেলে গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । পরিবারের অভিযোগের ভিত্তিতে 5 জনকে শনিবার গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ (Crime in Paschim Medinipur) ।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মদ্যপ যুবকদের বিরুদ্ধে

আরও পড়ুন: ব্যবসায়ীর স্ত্রীকে গণধর্ষণে পুলিশি নিষ্ক্রিয়তা, হাইকোর্টের নির্দেশে তদন্তভার ডিজি ও স্বরাষ্ট্রসচিবের উপর

জানা গিয়েছে, ধৃতদের পাঁচজনের মধ্যে একজন নাবালক । শনিবার বিকেলে ধৃতদের বাকি 4 জনকে পেশ করা হয় মেদিনীপুর আদালতে (District Judges Court) । একজন নাবালক হওয়ার কারণে তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয় । ধৃতদের প্রত্যেককেই 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত (Court orders police custody to five accused) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.